ঢাকা , রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা

বাঙালী কণ্ঠ নিউজঃ আর কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজাকে ঘিরে উত্তরের সীমান্ত জেলা দিনাজপুর জুড়ে প্রতিমা তৈরির ধুম পড়েছে। ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরির শিল্পীরা।

দিনাজপুরে এবার এক হাজার ২৩০টি মণ্ডপে পালিত হবে দুর্গা উৎসব। গতবারের চেয়ে এবার ১০টি মণ্ডপের সংখ্যা বেড়েছে। পূজার সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে শিল্পীদের প্রতিমা তৈরির ব্যস্ততা বাড়ছে। প্রতিমা তৈরির শিল্পী সুবল চন্দ্র জানান, এখন দম নেয়ারও সময় নেই তাদের। রাত-দিন চলছে প্রতিমা তৈরির কাজ। এখন শুরু হবে রং করার পালা।

শিল্পীরা এক একটি প্রতিমা তৈরিতে ১০ হাজার থেকে দেড় লাখ পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। অতি যত্ন সহকারে তৈরি করা হচ্ছে, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর ও শিব প্রতিমা।

দিনাজপুর নিমতলা মন্দির পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল দাস খোকন জানান, এবার পূজা মণ্ডপগুলো সাজানো হচ্ছে, অপূর্ব সাজে। ভিন্নতা আছে গতবারের চেয়ে। ইতোমধ্যে ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

দিনাজপুর জেলা পূজা উৎজাপন পরিষদের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্ছু জানান, দিনাজপুরে এবার এক হাজার ২৩০টি মণ্ডপে পালিত হবে দুর্গা উৎসব। গতবারের চেয়ে এবার ১০টি মণ্ডপের সংখ্যা বেড়েছে। ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ৩০ সেপ্টেম্বর দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসবের আয়োজন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দিনাজপুরে দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা

আপডেট টাইম : ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ আর কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজাকে ঘিরে উত্তরের সীমান্ত জেলা দিনাজপুর জুড়ে প্রতিমা তৈরির ধুম পড়েছে। ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরির শিল্পীরা।

দিনাজপুরে এবার এক হাজার ২৩০টি মণ্ডপে পালিত হবে দুর্গা উৎসব। গতবারের চেয়ে এবার ১০টি মণ্ডপের সংখ্যা বেড়েছে। পূজার সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে শিল্পীদের প্রতিমা তৈরির ব্যস্ততা বাড়ছে। প্রতিমা তৈরির শিল্পী সুবল চন্দ্র জানান, এখন দম নেয়ারও সময় নেই তাদের। রাত-দিন চলছে প্রতিমা তৈরির কাজ। এখন শুরু হবে রং করার পালা।

শিল্পীরা এক একটি প্রতিমা তৈরিতে ১০ হাজার থেকে দেড় লাখ পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। অতি যত্ন সহকারে তৈরি করা হচ্ছে, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর ও শিব প্রতিমা।

দিনাজপুর নিমতলা মন্দির পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল দাস খোকন জানান, এবার পূজা মণ্ডপগুলো সাজানো হচ্ছে, অপূর্ব সাজে। ভিন্নতা আছে গতবারের চেয়ে। ইতোমধ্যে ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

দিনাজপুর জেলা পূজা উৎজাপন পরিষদের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্ছু জানান, দিনাজপুরে এবার এক হাজার ২৩০টি মণ্ডপে পালিত হবে দুর্গা উৎসব। গতবারের চেয়ে এবার ১০টি মণ্ডপের সংখ্যা বেড়েছে। ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ৩০ সেপ্টেম্বর দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসবের আয়োজন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা।