বাঙালী কণ্ঠ নিউজঃ বরগুনার পাথর ঘাটা উপজেলায় বিষখালী নদের ফেরিঘাট এলাকার চরে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে বিষ দিয়ে অর্ধশতাধিক বক শিকার করার অভিযোগ পাওয়া গেছে। আজ ভোরের দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর ও তার সাথে তিন থেকে চার জন সহযোগী মিলে পৌর শহরের ফেরিঘাট এলাকায় বিষখালী নদীর পারে বিষটোপ চরে ছড়িয়ে দেয়। সকাল ৬টার দিকে অর্ধশতাধিক বক এসব খায়। দশ থেকে পনের মিনিটের মধ্যে ছটফট করে চরে লুটিয়ে পড়লে বকগুলোকে জবাই করা হয়। অবশ্য এ সময় কিছু বক উড়ে চলে যায়।
পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা (সদর) মো. হুমায়ুন কবির তালুকদার বলেন, অতিথি পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা ঘটনা স্থলে গিয়ে শিকার করা বকগুলো জব্দ করেছি ও জাহাঙ্গীর নামের একজনকে সনাক্ত করতে পেরেছি। তার সাথে আরও ৩ থেকে ৪ জন সহযোগী ছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।