বাঙালী কণ্ঠ নিউজঃ বাগেরহাট শহরের ভৈরব নদে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে ভৈরব নদের মুনিগঞ্জ সেতুর নিচ থেকে শুরু হয়ে ভৈরব তীরের পৌর পার্কে গিয়ে শেষ হয় নৌকা বাইচ।
বাইচ শুরুর আগেই বেলা একটা থেকে ভৈরব নদের দুই তীর মানুষে ভরে যায়। অনেকেই ইঞ্জিনচালিত ট্রলার, নৌকা, কার্গো এবং পাড়ের উঁচু ভবন ও গাছে চড়ে বাইচ উপভোগ করেন।
বাগেরহাটের পৌর মেয়র আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট ১৪ টি নৌকা অংশ নেয়। প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকার করে ঝিলাম তালুকদারের নৌকা, দ্বিতীয় হয় ভাই ভাই জলপরী এবং তৃতীয় মিঠু তালুকদারের নৌকা।
বাইচ শেষে প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসলের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট-৪ আসলের সাংসদ ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসলের সাংসদ মীর শওকাত আলী বাদশা, জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, র্যাব -৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ প্রমুখ।