বাঙালী কণ্ঠ নিউজঃ বর্তমান প্রজন্ম দেখেনি যুদ্ধ। তবুও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর ভাষণ শুনলেই গা শিউরে ওঠে। আমাদের সংগ্রামী করে তোলে, বীর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা অনুভূত হয়। তাই লাল-সবুজ আমাদের প্রিয় রং। প্রিয় এই রং নিয়ে লিখেছেন মুন্নি আক্তার-
ডিসেম্বর বিজয়ের মাস। এই মাসজুড়ে তরুণ মনে দোলা দেয় স্বাধীনতা। দেশের সব জায়গায় পালন করা হয় বিজয় দিবসের অনুষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বা পরীক্ষার ফাঁকে ক্যাম্পাস চত্বর কিংবা ক্যান্টিনে আড্ডায় উঠে আসে মুক্তিযুদ্ধ, বিজয়ের ইতিহাস, পটভূমি এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা।
পরিবর্তন আসে পোশাক-আশাক বা ফ্যাশনে। লাল-সবুজের রঙে সেজে বের হন অনেকেই। ডিসেম্বরের শেষ পর্যন্ত চলতে থাকে এ আয়োজন। লাল-সবুজের পতাকা উড়িয়ে প্রকাশ করে বিজয়োল্লাস।
লাল-সবুজের ফ্যাশন নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারহানা এবং রোজা বলেন, ‘লক্ষ লক্ষ ভাই-বোনের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। লাল-সবুজ আমাদের মুক্তির নিশান। ফলে বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসে লাল-সবুজই আমাদের প্রিয় অনুষঙ্গ।’
আরেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াসিম এবং টুম্পা বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে নিজেদের গৌরবান্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে আমাদের যেতে হবে আরও অনেক দূর।’
মুক্তিযুদ্ধের চেতনাই পারে এই দেশকে সঠিক পথে পরিচালিত করতে। আর তাই লাল-সবুজের ভালোবাসায় জেগে উঠুক তারুণ্য। শুধু দিবসকেন্দ্রিক নয়; লাল-সবুজের ফ্যাশন চলুক বছরজুড়ে। এমনকি সবসময় দেশজুড়ে।