ঢাকা , শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাকিবের উইন্ডিজ সিরিজে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশীদের আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ বাতাসে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি, ঢাকার অবস্থা কি শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস ভারতীয় ব্যবসায়ীর সাক্ষাৎকার ‘ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সফল হলেই ভারতের স্বার্থ রক্ষিত’ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ১২ বাংলাদেশি ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক-স্বাধীনতার: প্রধান উপদেষ্টা আজিমপুরে ডাকাতির সময় অপহৃত সেই শিশু উদ্ধার জুলাই গণঅভ্যুত্থান চোখ খুলে হাত-পা নাড়ছে গুলিবিদ্ধ সেই ছোট্ট মুসা

আবাসিক পাখি নিরীহ স্বভাবের পানটুনি

বাঙালী কণ্ঠ নিউজঃ ছোট পাখি দুটি মহাব্যস্ত। আপন মনে বাসা বুনে চলেছে। বিন্নাবনের ডগার চার-পাঁচটি শক্ত ডাঁটি ঘিরে বাসা বানানোর কাজ শুরু করেছিল চার দিন আগে। আরও দিন তিনেক লাগবে। তখন বাসাটি দেখতে হবে বাতাবি লেবুর মতো গোল। বাসায় ঢোকার ছোট্ট একটা দরজা থাকবে। ঘাস, শিকড়, মস, মাকড়সার জাল, ঘাসের গোড়ার আঁশ, কলাগাছের সুতার মতো আঁশ, পাটের পরিত্যক্ত আঁশ—এসব দিয়ে বাসা বানায় ওরা। বাসার তলদেশ মখমলের মতো আরামদায়ক গদি বানায় শিমুল তুলা, কাশফুল ও ঘাসফুল দিয়ে।

বাসাটি হয়ে গেলে ভালোবাসাবাসির ফুরসত মিলবে তখন। শরীরে যৌবন-প্রেমের রং যখন লাগে, তখন ওদের চোখেও প্রেমের ঝিলিক খেলে যায়। গান-নাচ, ফুর্তি বেড়ে যায়। পুরুষটির বাদামি ঠোঁট কালচে হয়ে আসে। পা ও পায়ের পাতা হলুদাভ-বাদামি রং ধারণ করে। পুরো শরীর ঢেকে যায় ছাই-ধূসর রঙে। লম্বা লেজটির বাইরের পালক সাদা হয়ে যায় তখন। শরীরের পার্শ্বদেশ হালকা খয়েরি রঙে রঙিন হয়ে ওঠে। সব রং ঝরে যাবে বাসায় ছানা হওয়ার পরে। ডিম হয় দু-চারটি। ডিম ফুটে ছানা হয় ১০-১৩ দিনে। উড়তে শেখার আগেই ছানারা বাসা থেকে বেরিয়ে পড়ে। ছানাদের লেজই থাকে না বলতে গেলে। নাদুস-নুদুস আদুরে চেহারার গোলগাল হয় ছানাগুলো। বয়স্ক পাখিদের গলা-বুক-পেট থাকে সাদা, ঠোঁট হলুদ, মাথা-ঘাড়-পিঠ মেটে-ধূসর। এদের কণ্ঠস্বর ধাতব-সুরেলা, ‘ট্রিল ট্রিল, টিলিক টিলিক টিলিক, ঝিলিক ঝিলিক’ ধরনের।

আবাসিক এই পাখিরা মূলত ঝোপঝাড়, ঘাসবন, ধানখেত, আখখেত, নলখাগড়ার বনে ও পানের বরজের ভেতরে থাকে। লম্বাটে লেজের নিরীহ স্বভাবের পাখিটির নাম পানটুনি। বুনোটুনি নামেও পরিচিত। জোড়ায় জোড়ায় বা ছোট দলে চলে এরা। ইংরেজি নাম প্লেইন প্রিনিয়া। বৈজ্ঞানিক নাম prinia inornata. দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার। তার ভেতরে লেজটাই হলো ৮ সেন্টিমিটার। মূল খাদ্য পোকামাকড়, কীটপতঙ্গ, ঘাসের ছোট ছোট বীজ ও ফুলের মধুরেণু। ঢাকা শহরের উপকণ্ঠসহ দেশের সব অঞ্চলেই দেখা মেলে। ওজন মাত্র ৭ গ্রাম।

Tag :
আপলোডকারীর তথ্য

সাকিবের উইন্ডিজ সিরিজে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

আবাসিক পাখি নিরীহ স্বভাবের পানটুনি

আপডেট টাইম : ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ ছোট পাখি দুটি মহাব্যস্ত। আপন মনে বাসা বুনে চলেছে। বিন্নাবনের ডগার চার-পাঁচটি শক্ত ডাঁটি ঘিরে বাসা বানানোর কাজ শুরু করেছিল চার দিন আগে। আরও দিন তিনেক লাগবে। তখন বাসাটি দেখতে হবে বাতাবি লেবুর মতো গোল। বাসায় ঢোকার ছোট্ট একটা দরজা থাকবে। ঘাস, শিকড়, মস, মাকড়সার জাল, ঘাসের গোড়ার আঁশ, কলাগাছের সুতার মতো আঁশ, পাটের পরিত্যক্ত আঁশ—এসব দিয়ে বাসা বানায় ওরা। বাসার তলদেশ মখমলের মতো আরামদায়ক গদি বানায় শিমুল তুলা, কাশফুল ও ঘাসফুল দিয়ে।

বাসাটি হয়ে গেলে ভালোবাসাবাসির ফুরসত মিলবে তখন। শরীরে যৌবন-প্রেমের রং যখন লাগে, তখন ওদের চোখেও প্রেমের ঝিলিক খেলে যায়। গান-নাচ, ফুর্তি বেড়ে যায়। পুরুষটির বাদামি ঠোঁট কালচে হয়ে আসে। পা ও পায়ের পাতা হলুদাভ-বাদামি রং ধারণ করে। পুরো শরীর ঢেকে যায় ছাই-ধূসর রঙে। লম্বা লেজটির বাইরের পালক সাদা হয়ে যায় তখন। শরীরের পার্শ্বদেশ হালকা খয়েরি রঙে রঙিন হয়ে ওঠে। সব রং ঝরে যাবে বাসায় ছানা হওয়ার পরে। ডিম হয় দু-চারটি। ডিম ফুটে ছানা হয় ১০-১৩ দিনে। উড়তে শেখার আগেই ছানারা বাসা থেকে বেরিয়ে পড়ে। ছানাদের লেজই থাকে না বলতে গেলে। নাদুস-নুদুস আদুরে চেহারার গোলগাল হয় ছানাগুলো। বয়স্ক পাখিদের গলা-বুক-পেট থাকে সাদা, ঠোঁট হলুদ, মাথা-ঘাড়-পিঠ মেটে-ধূসর। এদের কণ্ঠস্বর ধাতব-সুরেলা, ‘ট্রিল ট্রিল, টিলিক টিলিক টিলিক, ঝিলিক ঝিলিক’ ধরনের।

আবাসিক এই পাখিরা মূলত ঝোপঝাড়, ঘাসবন, ধানখেত, আখখেত, নলখাগড়ার বনে ও পানের বরজের ভেতরে থাকে। লম্বাটে লেজের নিরীহ স্বভাবের পাখিটির নাম পানটুনি। বুনোটুনি নামেও পরিচিত। জোড়ায় জোড়ায় বা ছোট দলে চলে এরা। ইংরেজি নাম প্লেইন প্রিনিয়া। বৈজ্ঞানিক নাম prinia inornata. দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার। তার ভেতরে লেজটাই হলো ৮ সেন্টিমিটার। মূল খাদ্য পোকামাকড়, কীটপতঙ্গ, ঘাসের ছোট ছোট বীজ ও ফুলের মধুরেণু। ঢাকা শহরের উপকণ্ঠসহ দেশের সব অঞ্চলেই দেখা মেলে। ওজন মাত্র ৭ গ্রাম।