বাঙালী কণ্ঠ নিউজঃ শীতের সময় সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে নানা প্রজাতির পাখি আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লেকগুলোতে। এসব পাখি দেখতে পর্যটকরা ভিড় করেন। এতদিন বিনা টিকিটে কিংবা কোনো প্রবেশমূল্য ছাড়া পাখি দেখার সুযোগ ছিল। তবে এখন থেকে এ সুযোগ আর থাকছে না। পাখি দেখতে টিকিটমূল্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই টিকিট ব্যবস্থা চালু হচ্ছে জাবিতে।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন নামে একটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিষয়টি জানান।
পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী টিকিট ব্যবস্থা চাুল হলে বিশ্ববিদ্যালয়ের আয়ও বাড়বে। একই সঙ্গে পর্যটকদের জন্য কিছু সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। যারা পাখি দেখতে যাবে তাদের জন্য আলাদা গেইট থাকবে, যাতে বিশ্ববিদালয়ের শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। বিশ্বের অনেক দেশেই এমন নিয়ম চালু আছে।