বাঙালী কণ্ঠ নিউজঃ অতিথি পাখিদের কলকাকলিতে মুখর সিলেটের দক্ষিণ সুরমার নর্থইস্ট মেডিকেল সংলগ্ন হাওর। জলাশয় আর ভবনের ছাদ ঘেঁষে কিংবা গাছে গাছে অস্থায়ী বাসা বেঁধেছে হরেক রঙের, হরেক নামের শত শত পাখি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিথি পাখি দেখতে ভীড় জমাচ্ছেন অনেক মানুষ। পাখির সুরক্ষায় টহল দিচ্ছে পুলিশের টহল দল।
প্রতিবছর শীতের সময় সাইবেরিয়াসহ বিভিন্ন শীতপ্রধান অঞ্চল থেকে দলবেঁধে নাতিশীতোষ্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশে আসে এসব অতিথি পাখি। হাওরের অঞ্চল হিসেবে পরিচিত সিলেটে অতিথি পাখিদের বিরাট অংশ নামে সিলেটেও হাওরগুলোতে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, ওই এলাকায় পুলিশ নিয়মিত টহল দেয়। যাতে কেউ অতিথি পাখি শিকার কিংবা তাদের বিরক্ত করতে না পারে।