আমদানি বাড়তে থাকায় কমছে পেঁয়াজের ঝাঁঝ। দাম কমার সুখবর মিলেছে ডিম, তেল, চাল, চিনিতেও। তবে আগের বাড়তি দামেই আছে মসলা, আদা, রসুন, আলুসহ সব ধরনের সবজি এবং মাছ-মাংস।
গেল কয়েকদিনে বাজার দাপিয়ে বেড়ানো পেয়াজের ঝাঁঝ কমছে দ্রুতগতিতে। কেজিপ্রতি শতটাকায় পৌঁছানো নিত্যপ্রয়োজনীয় পণ্যটি এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তবে আদা-রসুন আছে আগের বাড়তি দামেই।
বাজারে সবজির অভাব নেই। ৩৫ টাকা থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি।
সব ধরনের মাছের বাজার চড়া কয়েক সপ্তাহ ধরেই। তবে চাষের মাছের দাম দেশি মাছের তুলনায় কিছুটা কম।
চাল-ডাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। কমেছে ভোজ্যতল আর বেড়েছে মসলার দাম।
ব্রয়লারের দাম বাড়লেও কক ও দেশি মুরগি এবং গরুর মাংসের বাজার স্থিতিশীল।
ডিমের দাম ডজনপ্রতি গেল সপ্তাহের তুলনায় পাঁচ টাকা কমে বিক্রি করছেন বিক্রেতারা।