গত অর্থবছর (২০২২-২৩) ও চলতি (২০২৩-২৪) অর্থবছরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি হয়েছে ১২ লাখ ১৭ হাজার ৯৩৯ মেট্রিকটন ভারতীয় পণ্য। এ থেকে দুই অর্থবছরে সরকার রাজস্ব পেয়েছে ৫৪১ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৯৫৫ টাকা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন।
হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন রাইজিংবিডিকে জানান, গত ২০২২-২৩ অর্থবছরে হিলি বন্দরে আমদানি হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ১৩৬ মেট্রিকটন ভারতীয় পণ্য। তা থেকে সরকার রাজস্ব পেয়েছেন ২৩৭ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৯৫৬ টাকা। আবার চলতি ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছে ৪ লাখ ২৯ হাজার ৮০৭ মেট্রিকটন পণ্য। তা থেকে সরকার রাজস্ব পেয়েছেন ৩০৪ কোটি ৬ লাখ ৩ হাজার ৯১৯ টাকা।
তিনি আরও জানান, ভারত থেকে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। আশা করছি আমদানি-রপ্তানি বাড়লে রাজস্বও বৃদ্ধি পাবে।
।