ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া সেই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মো. সোহানুর জামান নয়ন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য।

এর আগে দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি তাকে চাপা দেয়। পরে ট্রাক ও ট্রাকের চালককে ধাওয়া করে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ফায়ার সার্ভিসের একজন সদস্য যখন বিকল্প পানির ব্যবস্থা করছিলেন, ঠিক সেই সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।

উল্লেখ্য, দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ার কারণে আরও ১৮টি ইউনিট অগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। একই সময়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা ও পুলিশ সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে

সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া সেই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মো. সোহানুর জামান নয়ন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য।

এর আগে দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি তাকে চাপা দেয়। পরে ট্রাক ও ট্রাকের চালককে ধাওয়া করে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ফায়ার সার্ভিসের একজন সদস্য যখন বিকল্প পানির ব্যবস্থা করছিলেন, ঠিক সেই সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।

উল্লেখ্য, দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ার কারণে আরও ১৮টি ইউনিট অগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। একই সময়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা ও পুলিশ সদস্যরা।