ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: জামায়াত আমির

আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৫ বছরে দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বাহিরে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে বীরগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত সরকার সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বাহিরে পাচার করেছে।  আগে তারা টাকা পাঠিয়েছে, পরে তারা টাকার পেছনে সেখানে গিয়ে হাজির হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত সাড়ে ১৫ বছর আমরা রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারিনি, সে পতন ঘটিয়ে যে সন্তানেরা আজকে আমাদেরকে স্বাধীনতা এনে দিল, এদেশের মানুষকে মুক্ত পরিবেশ তৈরি করে দিল আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তাদেরকে সম্মানিত করতে চাই। যারা বুকের রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার ও চলার সুযোগ করে দিয়েছেন।’

জামায়াতের আমির বলেন, ‘যে যুবকেরা আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বলেছে, ‘‘বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতে দিয়েছি,” সেই যুবকদের সম্মানিত করতে তাদের হাতে আগামীর বাংলাদেশ শুধু জামায়াত না দেশবাসী তুলে দিতে চায়।’

বীরগঞ্জ উপজেলা আমির আজিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলনা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাহবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান একেএম. কাউসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, সহকারি সেক্রেটারি এসএম হাদীউজ্জামান, বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, সহকারি সেক্রেটারি কেএম দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।

পথসভায় বক্তব্য শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের দলীয় প্রার্থী ও দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা খোদা বখসের (রহ) দলুয়ায় কবর যিয়ারত করেন ও মরহুমের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আওয়ামী লীগ সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: জামায়াত আমির

আপডেট টাইম : ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৫ বছরে দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বাহিরে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে বীরগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত সরকার সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বাহিরে পাচার করেছে।  আগে তারা টাকা পাঠিয়েছে, পরে তারা টাকার পেছনে সেখানে গিয়ে হাজির হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত সাড়ে ১৫ বছর আমরা রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারিনি, সে পতন ঘটিয়ে যে সন্তানেরা আজকে আমাদেরকে স্বাধীনতা এনে দিল, এদেশের মানুষকে মুক্ত পরিবেশ তৈরি করে দিল আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তাদেরকে সম্মানিত করতে চাই। যারা বুকের রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার ও চলার সুযোগ করে দিয়েছেন।’

জামায়াতের আমির বলেন, ‘যে যুবকেরা আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বলেছে, ‘‘বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতে দিয়েছি,” সেই যুবকদের সম্মানিত করতে তাদের হাতে আগামীর বাংলাদেশ শুধু জামায়াত না দেশবাসী তুলে দিতে চায়।’

বীরগঞ্জ উপজেলা আমির আজিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলনা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাহবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান একেএম. কাউসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, সহকারি সেক্রেটারি এসএম হাদীউজ্জামান, বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, সহকারি সেক্রেটারি কেএম দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।

পথসভায় বক্তব্য শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের দলীয় প্রার্থী ও দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা খোদা বখসের (রহ) দলুয়ায় কবর যিয়ারত করেন ও মরহুমের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন।