ঢাকা , রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে তেঁতুলিয়া নদীতে তরমুজে বোঝাই ট্রলার ডাকাতি, আহত ৯ ৪ দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া রোহিঙ্গা শনাক্তে জাতিসংঘের ডেটাবেইস ব্যবহার করতে চায় ইসি ত্রয়োদশ সংসদ নির্বাচন চট্টগ্রাম-২ আসনে আলোচনায় বিএনপির কাদের জামায়াতের নুরুল অপতথ্য মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার কুয়েতের বিজ্ঞান কেন্দ্রের তথ্য সৌদিতে ২৯ রমজানে উঠবে ঈদের চাঁদ, বাংলাদেশে কবে রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রাসহ চোরাকারবারী গ্রেপ্তার ইসরায়েলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় ৮০ হাজার মুসল্লির নামাজ আদায় কেন ভেঙেছিল প্রেম, বিচ্ছেদের ২৩ বছর পর জানালেন অভিনেতা

আখতারের ফেসবুক পোস্ট কী ইঙ্গিত দিচ্ছে

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন শুক্রবার রাতে দুই উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। তাঁর এই ফেসবুক পোস্ট নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে একধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

ছবির ক্যাপশনে লেখা ‘দুইজন বন্ধু, একজন ছোটভাই! জাতির প্রত্যাশার ভাষা আমাদের পাথেয় হোক’। ছবিতে এক ফ্রেমে তিনজন—নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আখতার হোসেন।

প্রসঙ্গত, তরুণদের নিয়ে নতুন যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে, তার নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ ফেব্রুয়ারি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। এ জন্য যেকোনো সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে তিনি পদত্যাগ করতে পারেন বলেও শোনা যাচ্ছে। তবে দলের দ্বিতীয় শীর্ষ পদে (সদস্যসচিব) কে আসবেন, তা নিয়ে এতদিন মতবিরোধ ছিল। আখতারের এই ফেসবুক পোস্টের পর এখন বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে যে সদস্যসচিবের দায়িত্ব তিনিই নিতে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তালিকার ১ নম্বরে ছিল নাহিদ ইসলামের নাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে তিনি উপদেষ্টা হন। অন্যদিকে সরকার গঠনের তিন সপ্তাহ পর মাহফুজ আলমকে প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। গত নভেম্বরে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। আর গণ-অভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে আখতারকে এর সদস্যসচিব করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাউফলে তেঁতুলিয়া নদীতে তরমুজে বোঝাই ট্রলার ডাকাতি, আহত ৯

আখতারের ফেসবুক পোস্ট কী ইঙ্গিত দিচ্ছে

আপডেট টাইম : ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন শুক্রবার রাতে দুই উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। তাঁর এই ফেসবুক পোস্ট নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে একধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

ছবির ক্যাপশনে লেখা ‘দুইজন বন্ধু, একজন ছোটভাই! জাতির প্রত্যাশার ভাষা আমাদের পাথেয় হোক’। ছবিতে এক ফ্রেমে তিনজন—নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আখতার হোসেন।

প্রসঙ্গত, তরুণদের নিয়ে নতুন যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে, তার নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ ফেব্রুয়ারি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। এ জন্য যেকোনো সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে তিনি পদত্যাগ করতে পারেন বলেও শোনা যাচ্ছে। তবে দলের দ্বিতীয় শীর্ষ পদে (সদস্যসচিব) কে আসবেন, তা নিয়ে এতদিন মতবিরোধ ছিল। আখতারের এই ফেসবুক পোস্টের পর এখন বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে যে সদস্যসচিবের দায়িত্ব তিনিই নিতে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তালিকার ১ নম্বরে ছিল নাহিদ ইসলামের নাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে তিনি উপদেষ্টা হন। অন্যদিকে সরকার গঠনের তিন সপ্তাহ পর মাহফুজ আলমকে প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। গত নভেম্বরে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। আর গণ-অভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে আখতারকে এর সদস্যসচিব করা হয়।