শবে কদরের পরদিন ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করে চাকরিজীবীদের দারুণ উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ জুলাই ছুটি ঘোষণা না করা হলে মাঝখানে একদিন অফিস করতে হতো চাকরিজীবীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার টানা ৯ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে তাদের ১৬ জুলাই অফিস করতে হবে।
রোজার ঈদকে সামনে রেখে শবে কদরের পরদিন আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের
এক কর্মকর্তা জানান, এ বিষয়ে সরকারি আদেশ জারির প্রক্রিয়া চলছে। আগামীকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ৬ জুলাই সম্ভাব্য ঈদ ধরে ৫-৭ জুলাই পূর্বনির্ধারিত ঈদের ছুটি রয়েছে।
৪ জুলাই ছুটি ঘোষণা করার ফলে ১ থেকে ৯ জুলাই টানা ৯দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
আগামী ২ জুলাই শনিবার শবে কদরের পরদিন রোববার সরকারি ছুটি। শবে কদরের ছুটির পর ও ঈদের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা ছিল।
যদিও রোজার ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ অফিস ৩০ জুন। ১ ও ২ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার। ৩ জুলাই ৭ জুলাই ঈদের ছুটি।
এর পরের দুদিন শুক্র-শনিবারের বন্ধ। অর্থাৎ ঈদের পর আগামী ১০ জুলাই প্রথম অফিস করবেন ১৩ লাখ সরকারি চাকরিজীবী।
প্রসঙ্গত, শবে কদরের পরদিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা।