ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেখা করতে চেয়েছিলেন জিয়া, খুনি বলে দেখা করিনি : শেখ হাসিনা

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরবর্তী সময়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখা করতে চেয়েছিলেন।  খুনি বলে তার সঙ্গে দেখা করিনি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৮০ সালের ১৭ মে দেশে আসার পর আমাকে ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেয়নি,


রাস্তায় বসে মিলাদ পড়েছিলাম।  যতদিন জিয়া রাষ্ট্রপতি ছিলেন, আমাকে ওই বাড়িতে ঢুকতে দেয়নি।  বিনিময়ে আমাকে বাড়ি-গাড়িসহ অনেক কিছু দিতে চেয়েছে, আমি নেইনি।

তিনি বলেন, জিয়া ভারত ও যুক্তরাজ্যে বারবার আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন।  আমি দেখা করিনি।  কারণ একজন খুনির চেহারা আমি দেখতে চাইনি।

শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন না করার সিদ্ধান্তের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, তার জন্মদিন ১৫ আগস্ট নয়।  আমাদের আঘাত দেয়ার জন্য কেক কেটে জন্মদিন পালন করেন তিনি । গতকাল সেটা পালন করেননি।

শেখ হাসিনা বলেন, ১২ আগস্ট ছিল কোকোর জন্মদিন, সেদিন কোকোর জন্মদিন পালন করতে পারেননি বলে নিজের জন্মদিন পালন করেননি।  এটা তো তার জন্মদিন নয়।  এখানে কোনো রাজনৈতিক উদারতা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দেখা করতে চেয়েছিলেন জিয়া, খুনি বলে দেখা করিনি : শেখ হাসিনা

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরবর্তী সময়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখা করতে চেয়েছিলেন।  খুনি বলে তার সঙ্গে দেখা করিনি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৮০ সালের ১৭ মে দেশে আসার পর আমাকে ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেয়নি,


রাস্তায় বসে মিলাদ পড়েছিলাম।  যতদিন জিয়া রাষ্ট্রপতি ছিলেন, আমাকে ওই বাড়িতে ঢুকতে দেয়নি।  বিনিময়ে আমাকে বাড়ি-গাড়িসহ অনেক কিছু দিতে চেয়েছে, আমি নেইনি।

তিনি বলেন, জিয়া ভারত ও যুক্তরাজ্যে বারবার আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন।  আমি দেখা করিনি।  কারণ একজন খুনির চেহারা আমি দেখতে চাইনি।

শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন না করার সিদ্ধান্তের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, তার জন্মদিন ১৫ আগস্ট নয়।  আমাদের আঘাত দেয়ার জন্য কেক কেটে জন্মদিন পালন করেন তিনি । গতকাল সেটা পালন করেননি।

শেখ হাসিনা বলেন, ১২ আগস্ট ছিল কোকোর জন্মদিন, সেদিন কোকোর জন্মদিন পালন করতে পারেননি বলে নিজের জন্মদিন পালন করেননি।  এটা তো তার জন্মদিন নয়।  এখানে কোনো রাজনৈতিক উদারতা নেই।