ঢাকা , বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

‘কিশোরগঞ্জে হেলমেট ছাড়া রাস্তায় বের হলে মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হবে’

কিশোরগঞ্জ নিউজ, ১ সেপ্টেম্বর, ২০১৯: কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেছেন, দুর্ঘটনা প্রতিরোধে মোটর সাইকেল আরোহীদের হেলমেট এবং লাইসেন্স নিশ্চিতকরনে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় রোববার (১ সেপ্টেম্বর) একযোগে ট্রাফিক সচেতনতা পক্ষ উদ্বোধন হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) থেকে কিশোরগঞ্জ শহরে তিনটি চেকপয়েন্ট সহ প্রত্যেক উপজেলায় চেকপয়েন্ট বসানো হবে। যারাই হেলমেট ছাড়া রাস্তায় বের হবে তাদের মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হবে।

রোববার (১ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জে দুর্ঘটনা প্রতিরোধে মোটর সাইকেল আরোহীদের হেলমেট এবং লাইসেন্স নিশ্চিতকরনে ট্রাফিক সচেতনতা পক্ষ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) এসব কথা বলেন। ট্রাফিক সচেতনতা পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় ছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ট্রাফিক সচেতনতা পক্ষ উদ্বোধন করা হয়। পরে সেখানে থেকে শহরে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের গাইটাল বটতলা মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। হেলমেট ব্যবহার করলে মোটর সাইকেল আরোহীদের মাথা সুরক্ষিত থাকে। এতে প্রাণহানির ঝুঁকি কমে। সবাই যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমবে বলেও মন্তব্য করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুল ইসলাম, সাংবাদিক মোস্তফা কামাল, সাকাউদ্দিন আহাম্মদ রাজন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাফিক পরিদর্শক এম এ করিম।

শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, ট্রাফিক পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সম্ভাব্যতা যাচাইয়ে এক সপ্তাহে কমিটি গঠন

‘কিশোরগঞ্জে হেলমেট ছাড়া রাস্তায় বের হলে মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হবে’

আপডেট টাইম : ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯

কিশোরগঞ্জ নিউজ, ১ সেপ্টেম্বর, ২০১৯: কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেছেন, দুর্ঘটনা প্রতিরোধে মোটর সাইকেল আরোহীদের হেলমেট এবং লাইসেন্স নিশ্চিতকরনে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় রোববার (১ সেপ্টেম্বর) একযোগে ট্রাফিক সচেতনতা পক্ষ উদ্বোধন হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) থেকে কিশোরগঞ্জ শহরে তিনটি চেকপয়েন্ট সহ প্রত্যেক উপজেলায় চেকপয়েন্ট বসানো হবে। যারাই হেলমেট ছাড়া রাস্তায় বের হবে তাদের মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হবে।

রোববার (১ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জে দুর্ঘটনা প্রতিরোধে মোটর সাইকেল আরোহীদের হেলমেট এবং লাইসেন্স নিশ্চিতকরনে ট্রাফিক সচেতনতা পক্ষ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) এসব কথা বলেন। ট্রাফিক সচেতনতা পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় ছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ট্রাফিক সচেতনতা পক্ষ উদ্বোধন করা হয়। পরে সেখানে থেকে শহরে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের গাইটাল বটতলা মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। হেলমেট ব্যবহার করলে মোটর সাইকেল আরোহীদের মাথা সুরক্ষিত থাকে। এতে প্রাণহানির ঝুঁকি কমে। সবাই যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমবে বলেও মন্তব্য করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুল ইসলাম, সাংবাদিক মোস্তফা কামাল, সাকাউদ্দিন আহাম্মদ রাজন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাফিক পরিদর্শক এম এ করিম।

শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, ট্রাফিক পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।