রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, কিশোরগঞ্জের ভৈরবে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনায় দায়ী কাউকে ছাড় দেয়া হবে না।
মন্ত্রী আজ জাতীয় সংসদে ৩০০ বিধিতে দাঁড়িয়ে এ কথা বলেন।
তিনি বলেন, কিশোরগঞ্জের ভৈরবে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেব।’
মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে ২৬ অক্টোবর শেষ হওয়া আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে বুধবার রাতে দেশে ফিরে নুরুল ইসলাম সুজন ৩০০ বিধিতে জাতীয় সংসদে বক্তব্য দেন।
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে তাৎক্ষণিক তদন্তের ভিত্তিতে লোকোমোটিভ মাস্টার, সহকারী লোকোমোটিভ মাস্টার এবং গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, “আমরা প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ১ লাখ টাকা করে দিয়েছি। সরকারের তরফে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।”
সূত্র: বাসস