জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও এরশাদ পত্নী রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি আজ ভঙ্গুর। দলটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। সঠিক রাজনৈতিক কৌশলের অভাবেই আজ এ অবস্থা।
রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলন দুপুর দুইটায়
শুরু হওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা পরে শুরু হয়।
রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি সুস্পষ্ট রাজনৈতিক পরিকল্পনা তৈরি করতে পারেনি। এ কারণে মাঠপর্যায় থেকে শুরু করে কেউ কোনো দিকনির্দশনা পাচ্ছে না। আওয়ামী লীগ ও বিএনপির পর্যায়ে পৌঁছতে পারেননি জাতীয় পার্টি।
জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে ইঙ্গিত করে রওশন এরশাদ বলেন, তিনি এককভাবে কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছেন। কাউন্সিলের তারিখ পরিবর্তন করে সবাইকে নিয়ে নতুন তারিখ নির্ধারণের আহ্বান জানান তিনি। নিজের গ্রুপ থেকে চলে যাওয়া সব নেতাকর্মীকে ফিরে আসার আহ্বান জানান তিনি।