হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, এ লক্ষ্যে আগামীকাল বুধবার (১০ মে) সৌদি প্রতিনিধিদল ঢাকায় আসছে।
মঙ্গলবার (৯ মে) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ তথ্য জানান।
হজযাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন ১০০ ভাগ নিশ্চিত করতে চাই এমন অভিপ্রায় ব্যক্ত করে সৌদি রাষ্ট্রদূত বলেন, সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। সে জন্য আগামীকাল সৌদি প্রতিনিধিদল আসছে। হজ ফ্লাইট শুরুর আগেই হজযাত্রীদের ভিসা সম্পন্ন হবে।
এক প্রশ্নের উত্তরে সৌদি রাষ্ট্রদূত বলেন, ৫৫১ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে সৌদি আরব সহযোগিতা করছে। এ ছাড়া, সুদান প্রবাসীদের আশ্রয় ও ফিরিয়ে আনতে সহায়তা দিচ্ছে সৌদি আরব।