ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন প্রতিনিধিদল কেন বাংলাদেশে আসছে, জানালেন পররাষ্ট্রসচিব

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া প্রতিনিধিদল নিয়ে আগামী ১১ জুলাই চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। তাদের এ সফর নির্বাচনকেন্দ্রীক নয় বলে দাবি করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মাসুদ বিন মোমেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল নির্বাচনের জন্য আসছেন এটা আমাদের তথ্যের মধ্যে নেই। এখানে অনেক ইস্যু নিয়ে আলোচনা হবে। অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে একটা হয়তো থাকবে নির্বাচন নিয়ে, সেটাকে রুল আউট করছি না। এটা যে নির্বাচনকেন্দ্রিক সফর, সেটা ঠিক নয়।’

পররাষ্ট্রসচিব বলেন, ‘এখানে অনেক ইস্যুই আছে। আমরা জানি, মানবাধিকার ইস্যু আছে, রোহিঙ্গা ক্যাম্পে উনি (উজরা জিয়া) যাবেন। সুতরাং আমেরিকার যে পুনর্বাসন ইস্যু আছে, সেগুলো চিহ্নিত করার ব্যাপার আছে। লেবার ইস্যু আছে, ট্রেড ইস্যু আছে। আমেরিকার সঙ্গে আমাদের অনেকগুলো মেকানিজম কাজ করছে।’

তিনি বলেন, ‘মার্কিন প্রতিনিধিদল এখান থেকে নেপাল যাবে। এগুলো ডেট অনেক আগে থেকেই ঠিক করা থাকে। তারা হয়তো ভারতেও যাবেন। সুতরাং এ রকম তিনটা-চারটা দেশ একসঙ্গে করে তারা আসেন। ওই সব জায়গা থেকে আসাও প্রায় ২৪ ঘণ্টার ট্রাভেলের ব্যাপার আছে।’

পররাষ্ট্রসচিব বলেন, ‘আর ইউরোপীয় ইউনিয়নের ওইটাও (প্রতিনিধিদল) অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে। তাদের মিশনটা মোর ইলেকশন স্পেসিফিক, এইটা সত্যি। এখানে তারা ঠিক করবেন তারা ইলেকশনে পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া ছাড়াও প্রতিনিধি থাকবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিটেন্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মার্কিন প্রতিনিধিদল কেন বাংলাদেশে আসছে, জানালেন পররাষ্ট্রসচিব

আপডেট টাইম : ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া প্রতিনিধিদল নিয়ে আগামী ১১ জুলাই চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। তাদের এ সফর নির্বাচনকেন্দ্রীক নয় বলে দাবি করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মাসুদ বিন মোমেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল নির্বাচনের জন্য আসছেন এটা আমাদের তথ্যের মধ্যে নেই। এখানে অনেক ইস্যু নিয়ে আলোচনা হবে। অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে একটা হয়তো থাকবে নির্বাচন নিয়ে, সেটাকে রুল আউট করছি না। এটা যে নির্বাচনকেন্দ্রিক সফর, সেটা ঠিক নয়।’

পররাষ্ট্রসচিব বলেন, ‘এখানে অনেক ইস্যুই আছে। আমরা জানি, মানবাধিকার ইস্যু আছে, রোহিঙ্গা ক্যাম্পে উনি (উজরা জিয়া) যাবেন। সুতরাং আমেরিকার যে পুনর্বাসন ইস্যু আছে, সেগুলো চিহ্নিত করার ব্যাপার আছে। লেবার ইস্যু আছে, ট্রেড ইস্যু আছে। আমেরিকার সঙ্গে আমাদের অনেকগুলো মেকানিজম কাজ করছে।’

তিনি বলেন, ‘মার্কিন প্রতিনিধিদল এখান থেকে নেপাল যাবে। এগুলো ডেট অনেক আগে থেকেই ঠিক করা থাকে। তারা হয়তো ভারতেও যাবেন। সুতরাং এ রকম তিনটা-চারটা দেশ একসঙ্গে করে তারা আসেন। ওই সব জায়গা থেকে আসাও প্রায় ২৪ ঘণ্টার ট্রাভেলের ব্যাপার আছে।’

পররাষ্ট্রসচিব বলেন, ‘আর ইউরোপীয় ইউনিয়নের ওইটাও (প্রতিনিধিদল) অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে। তাদের মিশনটা মোর ইলেকশন স্পেসিফিক, এইটা সত্যি। এখানে তারা ঠিক করবেন তারা ইলেকশনে পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া ছাড়াও প্রতিনিধি থাকবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিটেন্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর।