ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অর্থনীতিকে পঙ্গু করতেই ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: প্রধানমন্ত্রী

আজ শনিবার সকালে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটর) এ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগে সহিংসতাকারীদের হামলায় যারা আহত হয়ে ভর্তি রয়েছেন তাদের খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

নিটর পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শেখ হাসিনা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপের নির্দেশ দেন। আহতদের অবস্থা দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।

শেখ হাসিনা বলেন, ‘দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে আবারও ভিক্ষুক জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই এমন সহিংসতা।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্ব কার?’

তিনি দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চান এবং বলেন, ‘দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি একদিকে জ্বালাপোড়াও সব কিছু, ঠিক যে প্রতিষ্ঠানগুলো মানুষের সেবা দেয়। আমিতো কষ্ট লাঘব করেছি। যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষকে সেই কষ্টে আবার ফেলে দিল তাদের বিচার এদেশের মানুষকেই করতে হবে।’

নিটোর পরিদর্শনকালে অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া ও প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধানমন্ত্রী গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেন এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সন্ত্রাসী হামলায় আহতদের খোঁজ-খবর নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিকে পঙ্গু করতেই ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

আজ শনিবার সকালে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটর) এ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগে সহিংসতাকারীদের হামলায় যারা আহত হয়ে ভর্তি রয়েছেন তাদের খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

নিটর পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শেখ হাসিনা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপের নির্দেশ দেন। আহতদের অবস্থা দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।

শেখ হাসিনা বলেন, ‘দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে আবারও ভিক্ষুক জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই এমন সহিংসতা।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্ব কার?’

তিনি দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চান এবং বলেন, ‘দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি একদিকে জ্বালাপোড়াও সব কিছু, ঠিক যে প্রতিষ্ঠানগুলো মানুষের সেবা দেয়। আমিতো কষ্ট লাঘব করেছি। যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষকে সেই কষ্টে আবার ফেলে দিল তাদের বিচার এদেশের মানুষকেই করতে হবে।’

নিটোর পরিদর্শনকালে অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া ও প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধানমন্ত্রী গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেন এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সন্ত্রাসী হামলায় আহতদের খোঁজ-খবর নেন।