বরিশালে ট্রাফিকের দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকারসহ এক প্রকৌশলীকে আটক করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে নগরীর চৌমাথা এলাকায় তাকে আটক করা হয়।
আটক প্রকৌশলীর নাম হারুনর রশীদ। তিনি পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিক্ষার্থীদের কাছে স্বীকার করেছেন, পরিবারসহ পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন।
শিক্ষার্থীরা জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বপালনকালে আইন ভেঙে একটি প্রাইভেটকার দ্রুত ওভারটেক করছিল। এ সময় শিক্ষার্থীরা গাড়িটিকে আটকে দেয়। পরে চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি তল্লাশি করে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়।
এ ঘটনার পর সেনাবাহিনীর সদস্যদের খবর দেয় শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে সেনা কর্মকর্তা মেজর রাশেদ সাংবাদিকদের জানান, আটক ব্যক্তি পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। ভারতে যাওয়ার জন্য তিনি পটুয়াখালী এসেছিলেন। শিক্ষার্থীরা তাকে আটক করে, আমাদের খবর দেয়।
সেনা কর্মকর্তা আরো বলেন, প্রকৌশলীর কাছে নগদ ২০লাখ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিয়ে আইনের কাছে সোপর্দ করা হয়েছে।