ঢাকা , শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল পিএসসির নতুন সদস্য ফজলুল হকের শপথ গ্রহণ করবেন

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হয়েছেন মোঃ ফজলুল হক। তিনি সোমবার সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ করবেন বলে পিএসসি থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ ফজলুল হককে পিএসসি সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গত বৃহস্পতিবার (২৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, বিজ্ঞ সদস্যবৃন্দ, সচিব বেগম আকতারী মমতাজ, অতিরিক্ত সচিব মোঃ মনজুরুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ফজলুল হক ২০২১ সালের ৬ নভেম্বর পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি নতুন সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ১৩।

Tag :
আপলোডকারীর তথ্য

আগামীকাল পিএসসির নতুন সদস্য ফজলুল হকের শপথ গ্রহণ করবেন

আপডেট টাইম : ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হয়েছেন মোঃ ফজলুল হক। তিনি সোমবার সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ করবেন বলে পিএসসি থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ ফজলুল হককে পিএসসি সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গত বৃহস্পতিবার (২৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, বিজ্ঞ সদস্যবৃন্দ, সচিব বেগম আকতারী মমতাজ, অতিরিক্ত সচিব মোঃ মনজুরুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ফজলুল হক ২০২১ সালের ৬ নভেম্বর পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি নতুন সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ১৩।