বাঙালী কণ্ঠ নিউজঃ সফর সঙ্গীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী সিরিনধরণ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে কুশল বিনিময় ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার চট্টগ্রামের টাইগারপাস এলাকায় পরিবেশ সংরক্ষণ প্রকল্প বাংলাদেশ-থাইল্যান্ড বিন্না ঘাস প্রকল্পের উদ্বোধন করেন থাইল্যান্ডের রাজকন্যা।
এছাড়াও তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বিশেষায়িত শিক্ষার প্রতিষ্ঠান প্রয়াস পরিদর্শন করে অটিস্টিক শিশুদের সঙ্গে দেখা করবেন। উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাজীপুরের মারিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও যাবেন তিনি। এবং ঢাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন পরিদর্শন করবেন।
ঢাকায় অবস্থানকালে তার সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া নৈশভোজেও যোগ দেবেন থাই রাজকুমারী সিরিনধরন। চার দিনের রাজকীয় সফরে ২৮ মে সোমবার ঢাকায় আসেন তিনি।