মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেক খানকে সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিউজ্জামান খোকন বিএনপি গঠনতন্ত্রে এক ব্যক্তির এক পদ বিধানের প্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি নেয়ায় ওই পদ শূন্য হয়।
বৃহস্পতিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের নির্দেশক্রমে সাদেক আহমেদ খানকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হিসেবে বিএনপি গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মনোনীত করেছেন।