ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পূজা পরিদর্শনে বিএনপি নেতা হেলাল উদ্দিন

মহানবমী ও বিজয়া দশমীর পূজা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (১২ আক্টোবর) চট্টগ্রাম নগরীর বাগমনিরাম ওয়ার্ডের গোলপাহাড় মোড়ে পশুশালা মন্দির, এনায়েত বাজারস্থ গোয়াল পাড়া কদারনাথ মন্দির এবং পাথরঘাটা ওয়ার্ডের ব্রিক ফিল্ড রোড পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোন অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না। বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পরে সকলেই পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতীত সেই ঐতিহ্য অটুট রেখে চট্টগ্রামের সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপুজা উৎসব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে এসেছি। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমি আপনাদের পাশে আছি। এ সময় তিনি সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন আমারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাছ করে যাচ্ছি। সবাই নিয়ে ভাল থাকতে চাই।

বিএনপির এ নেতা বলেন, ‘সকল ধর্মের মর্মবাণী দেশপ্রেম, শান্তি ও মানব কল্যাণ। বর্বর ও হিংসাত্মক যুদ্ধের বিপরীতে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া আমাদের সকলের কর্তব্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, নগর যুবদলের সহ- সভাপতি এম এ রাজ্জাক, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শফিকুল আলমসহ অন্যরা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

পূজা পরিদর্শনে বিএনপি নেতা হেলাল উদ্দিন

আপডেট টাইম : ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

মহানবমী ও বিজয়া দশমীর পূজা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (১২ আক্টোবর) চট্টগ্রাম নগরীর বাগমনিরাম ওয়ার্ডের গোলপাহাড় মোড়ে পশুশালা মন্দির, এনায়েত বাজারস্থ গোয়াল পাড়া কদারনাথ মন্দির এবং পাথরঘাটা ওয়ার্ডের ব্রিক ফিল্ড রোড পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোন অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না। বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পরে সকলেই পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতীত সেই ঐতিহ্য অটুট রেখে চট্টগ্রামের সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপুজা উৎসব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে এসেছি। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমি আপনাদের পাশে আছি। এ সময় তিনি সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন আমারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাছ করে যাচ্ছি। সবাই নিয়ে ভাল থাকতে চাই।

বিএনপির এ নেতা বলেন, ‘সকল ধর্মের মর্মবাণী দেশপ্রেম, শান্তি ও মানব কল্যাণ। বর্বর ও হিংসাত্মক যুদ্ধের বিপরীতে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া আমাদের সকলের কর্তব্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, নগর যুবদলের সহ- সভাপতি এম এ রাজ্জাক, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শফিকুল আলমসহ অন্যরা