বাঙালী কণ্ঠ নিউজঃ মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হবে আগামী ২৫ জানুয়ারি। টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার ওপর ভিড় ও চাপ কমাতে জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এবারই প্রথম মৌলভীবাজারে আঞ্চলিক এ ইজতেমা শুরু হবে।
গতকাল দুপুরে এ আঞ্চলিক ইজতেমাকে সফল করতে মৌলভীবাজারের প্রস্তাবিত উপশহরে প্যান্ডেল তৈরির কাজের উদ্বোধন করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমানসহ জেলার তাবলীগ জামাতের মুরব্বী মুফতি রশিদ আহমদ ফারুক ইজতেমা মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলার জগন্নাথপুরে অবস্থিত প্রস্তাবিত উপশহরের প্রায় ৪০ একর জমির ওপর এ ইজতেমার প্যাণ্ডেল নির্মাণ করা হবে। ৩ দিনব্যাপী এ ইজতেমা ২৫ জানুয়ারি শুরু হয়ে ২৭ জানুয়ারি শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
এ ইজতেমায় প্রায় ৫ লক্ষাধিক মানুষের আগমন ঘটবে বলে আশা প্রকাশ করেন তাবলীগ জামাতের জেলা মুরব্বীরা। জেলার সব থানার মানুষের সঙ্গে সঙ্গে বিদেশি মেহমানও অংশগ্রহণ করবে এ ইজতেমায়। বিদেশি মেহমানদের জন্য আলাদা আবাসন নির্মাণ করা হবে।
উল্লেখ্য যে, ২০১৮ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বও অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসে। ২০১৮ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১২-১৪ জানুয়ারি আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রতি পর্বের শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।