ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

টাইব্রেকারে সুপার কাপের শিরোপা জিতলো সিটি

ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়াকে হারিয়ে সুপার কাপের শিরোপা জিতলো চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলা ১-১ গোলের সমতায় শেষ করে দু’দল। পরে টাইব্রেকারে সেভিয়া একটি শর্ট মিস করলেও কোনো ভুল করেনি ম্যানচেস্টার সিটি। এ জয়ে এই বছরেই চারটি শিরোপা ঘরে তুললো পেপ গার্দিওলার শিষ্যরা।

সেভিয়ার সার্বিয়ান মিডফিল্ডার নেমানিয়া গোডেলের শর্ট ক্রসবারে লেগে ফিরে আসার সাথে সাথে শিরোপা উৎসবে মাতে ম্যানচেস্টার সিটি।

গ্রিসের কারাইয়াসকাকিস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমিয়ে তোলে দু’দল। তবে সিটিজেনরা সুযোগ হাতছাড়া করলেও ভুল করেনি স্প্যানিশ লিগের দল সেভিয়া। প্রথমার্ধে এগিয়ে যায় তারাই। ২৫ মিনিটে মার্কোস আকুনার বাড়ানো বলে স্কোরশিটে নাম তোলেন মরক্কোর ফরোয়ার্ড ইউসুফ এন-নেসারি।

বিরতির পর খেলার ধার বাড়ালে সফলতা পায় ম্যানসিটি। ৬৩ মিনিটে কোল পারমারের গোলে সমতায় ফেরে দলটি।

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে নেয়া আর্লিং হলান্ড, হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিস কাইল ওয়াকার ওজ্যাক গ্রিলিশের পাঁচটি শর্টই লক্ষ্যে রাখে সিটি। তবে প্রথম চারটি শট সফল হলেও শেষটা মিস করে সেভিয়া।

কোচ হিসেবে চারবার সুপার কাপের ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা নিজের করলেন সিটি বস পেপ গার্দিওলা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই বোন নুহা ও নাবা

টাইব্রেকারে সুপার কাপের শিরোপা জিতলো সিটি

আপডেট টাইম : ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়াকে হারিয়ে সুপার কাপের শিরোপা জিতলো চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলা ১-১ গোলের সমতায় শেষ করে দু’দল। পরে টাইব্রেকারে সেভিয়া একটি শর্ট মিস করলেও কোনো ভুল করেনি ম্যানচেস্টার সিটি। এ জয়ে এই বছরেই চারটি শিরোপা ঘরে তুললো পেপ গার্দিওলার শিষ্যরা।

সেভিয়ার সার্বিয়ান মিডফিল্ডার নেমানিয়া গোডেলের শর্ট ক্রসবারে লেগে ফিরে আসার সাথে সাথে শিরোপা উৎসবে মাতে ম্যানচেস্টার সিটি।

গ্রিসের কারাইয়াসকাকিস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমিয়ে তোলে দু’দল। তবে সিটিজেনরা সুযোগ হাতছাড়া করলেও ভুল করেনি স্প্যানিশ লিগের দল সেভিয়া। প্রথমার্ধে এগিয়ে যায় তারাই। ২৫ মিনিটে মার্কোস আকুনার বাড়ানো বলে স্কোরশিটে নাম তোলেন মরক্কোর ফরোয়ার্ড ইউসুফ এন-নেসারি।

বিরতির পর খেলার ধার বাড়ালে সফলতা পায় ম্যানসিটি। ৬৩ মিনিটে কোল পারমারের গোলে সমতায় ফেরে দলটি।

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে নেয়া আর্লিং হলান্ড, হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিস কাইল ওয়াকার ওজ্যাক গ্রিলিশের পাঁচটি শর্টই লক্ষ্যে রাখে সিটি। তবে প্রথম চারটি শট সফল হলেও শেষটা মিস করে সেভিয়া।

কোচ হিসেবে চারবার সুপার কাপের ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা নিজের করলেন সিটি বস পেপ গার্দিওলা।