ঢাকা , রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার কবরের পাশে দিন-রাত বসে থাকি, ছেলে ফিরে আসে না সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে : উপদেষ্টা সাখাওয়াত কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের ব্যাপারে বিশেষ সেল গঠন জর্জিনাকে ‘স্ত্রী’ সম্বোধন, তবে কি বিয়েটা সেরেই ফেলেছেন রোনালদো ৩১ ডিসেম্বর আসছে জুলাই বিপ্লবের ঘোষণা মহাখালীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের

এশিয়া কাপের সেমিফাইনাল কবে, কখন

সব জটিল হিসেব-নিকেশ শেষ করে চূড়ান্ত হলো নারী এশিয়া কাপের সেমিফাইনাল লাইন-আপ। এক আসর পর ফের শেষ চারে জায়গা করে নিলো বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে সেমিতে উঠেছে টাইগ্রেসরা। অন্যদিকে শেষ দল হিসেবে স্বাগতিক শ্রীলঙ্কাও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে।

বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে মুর্শিদার ৫৯ বলে ৮০ এবং নিগার সুলতানা জ্যোতির ৩৭ বলে ৬২ রানে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থামে মালয়েশিয়ার ইনিংস।

এর আগে, ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত ও পাকিস্তান। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ভার‍ত এবং সমান ম্যাচে ১ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিতে উঠে পাকিস্তান।

প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ‘বি’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ‘এ’ গ্রুপের রানার্সআপের মোকাবিলা করবে।

দুটি সেমিফাইনালই আগামী শুক্রবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দিনের প্রথম সেমিতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। অন্যদিকে আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

এশিয়া কাপের সেমিফাইনাল কবে, কখন

আপডেট টাইম : ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

সব জটিল হিসেব-নিকেশ শেষ করে চূড়ান্ত হলো নারী এশিয়া কাপের সেমিফাইনাল লাইন-আপ। এক আসর পর ফের শেষ চারে জায়গা করে নিলো বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে সেমিতে উঠেছে টাইগ্রেসরা। অন্যদিকে শেষ দল হিসেবে স্বাগতিক শ্রীলঙ্কাও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে।

বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে মুর্শিদার ৫৯ বলে ৮০ এবং নিগার সুলতানা জ্যোতির ৩৭ বলে ৬২ রানে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থামে মালয়েশিয়ার ইনিংস।

এর আগে, ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত ও পাকিস্তান। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ভার‍ত এবং সমান ম্যাচে ১ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিতে উঠে পাকিস্তান।

প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ‘বি’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ‘এ’ গ্রুপের রানার্সআপের মোকাবিলা করবে।

দুটি সেমিফাইনালই আগামী শুক্রবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দিনের প্রথম সেমিতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। অন্যদিকে আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা।