ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনের সোনা জয়

এবারের অলিম্পিকে স্বাগতিক দল ফ্রান্স। সে হিসাবে প্যারিস অলিম্পিকের ফাইনালে সমর্থনের কোনো কমতি ছিল না ফরাসিদের। স্পেনের বিপক্ষে ফাইনালে সেই সমর্থন কাজে লাগিয়ে প্রথম এগিয়ে যাওয়ার কাজটি করেছিলেন ফরাসিরাই। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে ৫-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের সোনা জিতেছে স্পেন।

পার্ক দে প্রিন্সেসে এদিন ম্যাচ শুরুর ১১ মিনিটের মাথায় এগিয়ে যান ফরাসিরা। তবে ম্যাচে সমতা টানতে খুব বেশি সময় নেয়নি স্পেনও। ম্যাচের ১৮ মিনিটে দলকে সমতায় ফেরান লোপেজ। সেই গোলের সাত মিনিট না যেতেই লিড পেয়ে যায় স্পেন। এবারও গোল করেছেন লোপেজ। এর তিন মিনিট পর ২৮ মিনিটে ফের বল জালে জড়িয়ে প্রথমার্ধেই ২ গোলের লিড পেয়ে যায় স্পেন।

অনেকেই ধরে নিয়েছিল ম্যাচটি বুঝি ওখানেই শেষ। তবে না দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালান ফরাসিরা। সাফল্য পায় ৭৯ মিনিটে এসে। আকলিউচের গোলে ম্যাচে ব্যবধান কমান ফরাসিরা। এরপর যোগ করা সময়ে পেনাল্টি আদায় করে নিয়ে ম্যাচে সমতা টানেন মাতেতা।

৩-৩ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় এক্সটা টাইমে। সেখানে নাটকীয়ভাবে ম্যাচটা নিজেদের দিকে টেনে নেয় স্পেন। ১০০ মিনিটে লিড নেওয়ার পর ১২১ মিনিটে এসে ব্যবধান ৫-৩ করে নেয় স্পেন। এক্সটা টাইমের দুটি গোলই করেছেন ক্যামেলো। আর তাতেই নিশ্চিত হয়েছে প্যারিস অলিম্পিকের ফুটবলে স্পেনের সোনা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনের সোনা জয়

আপডেট টাইম : ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

এবারের অলিম্পিকে স্বাগতিক দল ফ্রান্স। সে হিসাবে প্যারিস অলিম্পিকের ফাইনালে সমর্থনের কোনো কমতি ছিল না ফরাসিদের। স্পেনের বিপক্ষে ফাইনালে সেই সমর্থন কাজে লাগিয়ে প্রথম এগিয়ে যাওয়ার কাজটি করেছিলেন ফরাসিরাই। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে ৫-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকের সোনা জিতেছে স্পেন।

পার্ক দে প্রিন্সেসে এদিন ম্যাচ শুরুর ১১ মিনিটের মাথায় এগিয়ে যান ফরাসিরা। তবে ম্যাচে সমতা টানতে খুব বেশি সময় নেয়নি স্পেনও। ম্যাচের ১৮ মিনিটে দলকে সমতায় ফেরান লোপেজ। সেই গোলের সাত মিনিট না যেতেই লিড পেয়ে যায় স্পেন। এবারও গোল করেছেন লোপেজ। এর তিন মিনিট পর ২৮ মিনিটে ফের বল জালে জড়িয়ে প্রথমার্ধেই ২ গোলের লিড পেয়ে যায় স্পেন।

অনেকেই ধরে নিয়েছিল ম্যাচটি বুঝি ওখানেই শেষ। তবে না দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালান ফরাসিরা। সাফল্য পায় ৭৯ মিনিটে এসে। আকলিউচের গোলে ম্যাচে ব্যবধান কমান ফরাসিরা। এরপর যোগ করা সময়ে পেনাল্টি আদায় করে নিয়ে ম্যাচে সমতা টানেন মাতেতা।

৩-৩ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় এক্সটা টাইমে। সেখানে নাটকীয়ভাবে ম্যাচটা নিজেদের দিকে টেনে নেয় স্পেন। ১০০ মিনিটে লিড নেওয়ার পর ১২১ মিনিটে এসে ব্যবধান ৫-৩ করে নেয় স্পেন। এক্সটা টাইমের দুটি গোলই করেছেন ক্যামেলো। আর তাতেই নিশ্চিত হয়েছে প্যারিস অলিম্পিকের ফুটবলে স্পেনের সোনা।