ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অশ্বিন-জাদেজার ব্যাটে চালকের আসনে ভারত

টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। প্রথম দিনের খেলা শেষে অপরাজিত আছেন ১০২ রানে। অন্যপ্রান্তে রবিন্দ্র জাদেজা অপরাজিত ৮৬ রানে। এ দুজনের অনবদ্য ১৯৫ রানের জুটিতে ভর করেই খাদের কিণারে থাকা ভারত এখন চালকের আসনে।

প্রথম ইনিংসে ৮০ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩৩৪ রান। ৭২.৩ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে দলগত ৩০০ রানের গণ্ডি পার করান রবিচন্দ্রন অশ্বিন।

এর আগে, চেন্নাই টেস্টের প্রথম সেশনে ৮৮ রানের বিনিময়ে ভারতের ৩টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও ঠিক একই সমীকরণ, ৮৮ রান দিয়ে ৩ উইকেট। যার ফলে বোর্ডে ১৭৬ রান জড়ো করতেই ৬ উইকেট খোয়ায় ভারত। যার মধ্যে ৪টিই ঝুলিতে পোরেন পেসার হাসান মাহমুদ।

তবে নাগালের মধ্যে থাকা ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পেতেই যেন যত গন্ডগোল। ২৪ রানে ৪ উইকেট তুলে নেওয়া টাইগার এ পেসার আরও ৩৪ রান খরচ করেও দেখা পাননি কাঙ্ক্ষিত উইকেটের। প্রথম দিনে মোট ১৮ ওভার হাত ঘুরিয়ে ৫৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়া হাসানই বাংলাদেশের প্রথম দিনের সেরা বোলার।

যার দাপুটে বোলিংয়ে চেন্নাই টেস্টের শুরুতেই স্বাগতিক ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। ৩৪ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর ১৪৪ রানে তুলে নিয়েছিল ৬ উইকেট। পেয়ে গিয়েছিল ভারতের লেজের দেখাও।

তবে সেখান থেকেই দলকে টেনে তোলার দায়িত্ব নেন দুই অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। পালটা আক্রমণে দারুণ জুটি বেঁধে বাংলাদেশি বোলারদের সামনে রীতিমত বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছেন এ দুজন।

এদিন শেষ সেশনে এ দুজন যোগ করেন ১৬৩ রান। বিপরীতে কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। যার ফলে ৪ উইকেট হাতে রেখে দারুণ সুবিধাজনক অবস্থানে এখন ভারত।  ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন শুরু করতে স্বাগতিকরা।

অন্যদিকে, দুটি সেশন ডমিনেট করার পর হতাশাময় একটি সেশন পার করল শান্ত বাহিনী। তবে সুযোগ থাকবে শুক্রবার সকালে দ্রুত অশ্বিন ও জাদেজাকে ফিরিয়ে ভারতকে গুটিয়ে দেওয়া। যত দ্রুত গুটিয়ে দিতে পারবে, ম্যাচে ততই ভালো করার সুযোগ থাকবে টাইগারদের।

দলটির পক্ষে হাসান মাহমুদ এদিন একাই ৪টা উইকেট নেন। এছাড়া ভালো বোলিং করেও উইকেট পাননি তাসকিন আহমেদ। অন্যদিকে বেশকিছু রান দিলেও উইকেটের দেখা পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। বাকি উইকেটটি নিয়েছেন স্পিনার মেহেদি মিরাজ।

তবে ৮ ওভারে ৫০ রান দিয়েও উইকেটলেস থাকেন সাকিব আল হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অশ্বিন-জাদেজার ব্যাটে চালকের আসনে ভারত

আপডেট টাইম : ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। প্রথম দিনের খেলা শেষে অপরাজিত আছেন ১০২ রানে। অন্যপ্রান্তে রবিন্দ্র জাদেজা অপরাজিত ৮৬ রানে। এ দুজনের অনবদ্য ১৯৫ রানের জুটিতে ভর করেই খাদের কিণারে থাকা ভারত এখন চালকের আসনে।

প্রথম ইনিংসে ৮০ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩৩৪ রান। ৭২.৩ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে দলগত ৩০০ রানের গণ্ডি পার করান রবিচন্দ্রন অশ্বিন।

এর আগে, চেন্নাই টেস্টের প্রথম সেশনে ৮৮ রানের বিনিময়ে ভারতের ৩টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও ঠিক একই সমীকরণ, ৮৮ রান দিয়ে ৩ উইকেট। যার ফলে বোর্ডে ১৭৬ রান জড়ো করতেই ৬ উইকেট খোয়ায় ভারত। যার মধ্যে ৪টিই ঝুলিতে পোরেন পেসার হাসান মাহমুদ।

তবে নাগালের মধ্যে থাকা ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পেতেই যেন যত গন্ডগোল। ২৪ রানে ৪ উইকেট তুলে নেওয়া টাইগার এ পেসার আরও ৩৪ রান খরচ করেও দেখা পাননি কাঙ্ক্ষিত উইকেটের। প্রথম দিনে মোট ১৮ ওভার হাত ঘুরিয়ে ৫৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়া হাসানই বাংলাদেশের প্রথম দিনের সেরা বোলার।

যার দাপুটে বোলিংয়ে চেন্নাই টেস্টের শুরুতেই স্বাগতিক ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। ৩৪ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর ১৪৪ রানে তুলে নিয়েছিল ৬ উইকেট। পেয়ে গিয়েছিল ভারতের লেজের দেখাও।

তবে সেখান থেকেই দলকে টেনে তোলার দায়িত্ব নেন দুই অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। পালটা আক্রমণে দারুণ জুটি বেঁধে বাংলাদেশি বোলারদের সামনে রীতিমত বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছেন এ দুজন।

এদিন শেষ সেশনে এ দুজন যোগ করেন ১৬৩ রান। বিপরীতে কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। যার ফলে ৪ উইকেট হাতে রেখে দারুণ সুবিধাজনক অবস্থানে এখন ভারত।  ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন শুরু করতে স্বাগতিকরা।

অন্যদিকে, দুটি সেশন ডমিনেট করার পর হতাশাময় একটি সেশন পার করল শান্ত বাহিনী। তবে সুযোগ থাকবে শুক্রবার সকালে দ্রুত অশ্বিন ও জাদেজাকে ফিরিয়ে ভারতকে গুটিয়ে দেওয়া। যত দ্রুত গুটিয়ে দিতে পারবে, ম্যাচে ততই ভালো করার সুযোগ থাকবে টাইগারদের।

দলটির পক্ষে হাসান মাহমুদ এদিন একাই ৪টা উইকেট নেন। এছাড়া ভালো বোলিং করেও উইকেট পাননি তাসকিন আহমেদ। অন্যদিকে বেশকিছু রান দিলেও উইকেটের দেখা পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। বাকি উইকেটটি নিয়েছেন স্পিনার মেহেদি মিরাজ।

তবে ৮ ওভারে ৫০ রান দিয়েও উইকেটলেস থাকেন সাকিব আল হাসান।