ঢাকা , বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে দায়িত্ব পেলেন সাবেক অলরাউন্ডার

এক সময়ে নিউজিল্যান্ডের তুখোড় অলরাউন্ডার ছিলেন ডিওন ন্যাশ। এরপর ব্যবসায় কাটিয়েছেন বেশ সময়। আবারও ক্রিকেটে ফিরলেন তিনি। সেটি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) পরিচালক হিসেবে। মার্টিন স্নেডেনের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার ন্যাশ।

ন্যাশের নিয়োগে একইসঙ্গে ক্রিকেটীয় ও ব্যবসায়িক দিকে জানাশোনা আছে এমন একজনকে পেল নিউজিল্যান্ড ক্রিকেট। ক্যারিয়ারে ১৯৯২ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ১০ বছরের ক্যারিয়ারে ৩২টি টেস্ট ও ৮১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ন্যাশ। তিনি ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী নিউজিল্যান্ডের ঐতিহাসিক দলের সদস্য ছিলেন তিনি।

এনজেডসির সভাপতি ডায়ানা পুকেপাতু-লিন্ডন বলেছেন, ‘মার্টিনের (স্নেডেন) পদত্যাগের পর ডিওনের (ন্যাশ) মতো ক্রিকেট এবং ব্যবসায়িক অভিজ্ঞতা সম্পন্ন কারো বোর্ডে আসাটা ভালো ব্যাপার। ডিওনের শুধু খেলাতেই আগ্রহ আছে এমন নয়, খেলাধুলায় ব্যবসার ক্ষেত্রেও আছে। যা আমাদেরকে ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে।’

অলরাউন্ডার হিসেবে নিজের সময়ে ব্যাপক নাম কুড়ানো ন্যাশ তার পঞ্চম টেস্টে অর্ধশতক হাঁকানোর পর দশ উইকেট নিয়ে প্রতিভার স্বাক্ষর রাখেন। ১৯৯৯ সালে স্টিফেন ফ্লেমিং চোটের কারণে বাদ পড়ে গেলে তিনি নিউজিল্যান্ডকে সাতটি ওয়ানডে ও তিনটি টেস্টে নেতৃত্ব দেন।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ও ব্যবসায়িক জগতে আসার আগে ২০০৫ সালে একজন জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন ন্যাশ। মাঠের ভেতরে এবং মাঠের বাইরে তার দক্ষতা নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে দায়িত্ব পেলেন সাবেক অলরাউন্ডার

আপডেট টাইম : ২৮ মিনিট আগে

এক সময়ে নিউজিল্যান্ডের তুখোড় অলরাউন্ডার ছিলেন ডিওন ন্যাশ। এরপর ব্যবসায় কাটিয়েছেন বেশ সময়। আবারও ক্রিকেটে ফিরলেন তিনি। সেটি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) পরিচালক হিসেবে। মার্টিন স্নেডেনের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার ন্যাশ।

ন্যাশের নিয়োগে একইসঙ্গে ক্রিকেটীয় ও ব্যবসায়িক দিকে জানাশোনা আছে এমন একজনকে পেল নিউজিল্যান্ড ক্রিকেট। ক্যারিয়ারে ১৯৯২ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ১০ বছরের ক্যারিয়ারে ৩২টি টেস্ট ও ৮১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ন্যাশ। তিনি ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী নিউজিল্যান্ডের ঐতিহাসিক দলের সদস্য ছিলেন তিনি।

এনজেডসির সভাপতি ডায়ানা পুকেপাতু-লিন্ডন বলেছেন, ‘মার্টিনের (স্নেডেন) পদত্যাগের পর ডিওনের (ন্যাশ) মতো ক্রিকেট এবং ব্যবসায়িক অভিজ্ঞতা সম্পন্ন কারো বোর্ডে আসাটা ভালো ব্যাপার। ডিওনের শুধু খেলাতেই আগ্রহ আছে এমন নয়, খেলাধুলায় ব্যবসার ক্ষেত্রেও আছে। যা আমাদেরকে ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে।’

অলরাউন্ডার হিসেবে নিজের সময়ে ব্যাপক নাম কুড়ানো ন্যাশ তার পঞ্চম টেস্টে অর্ধশতক হাঁকানোর পর দশ উইকেট নিয়ে প্রতিভার স্বাক্ষর রাখেন। ১৯৯৯ সালে স্টিফেন ফ্লেমিং চোটের কারণে বাদ পড়ে গেলে তিনি নিউজিল্যান্ডকে সাতটি ওয়ানডে ও তিনটি টেস্টে নেতৃত্ব দেন।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ও ব্যবসায়িক জগতে আসার আগে ২০০৫ সালে একজন জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন ন্যাশ। মাঠের ভেতরে এবং মাঠের বাইরে তার দক্ষতা নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।