চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় দুই বছর পরে ঘোষিত এই দলে ডাক পেলেন এক সময়ের তারকা পেসার তাসকিন আহমেদ। আর দলে সুযোগ পেয়েই তাসকিন বললেন, ‘এখন লক্ষ্য আরও বেশি কষ্ট করে, নিজেকে ফিট রেখে জায়গা ধরে রাখা।’
এর আগে ২০১৭ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন তাসকিন। ইংল্যান্ড বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্কোয়াডে থাকলেও খেলেননি কোনো ম্যাচ।
তাসকিন আরো বলেন, ‘সামনে টেস্ট ছাড়াও আরও যত ফরম্যাটের খেলা আছে সেখানে যেন সুযোগ পাই সেই চেষ্টা থাকবে। যদি সুযোগ পাই তাহলে শতভাগ দিয়ে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে দেশকে ভালো কিছু দিতে পারি।’
এক সময় ক্যারিয়ারে দুঃসময় আসলেও মানিয়ে নিয়েছিলেন তাসকিন। কঠোর পরিশ্রমের সাথে অপেক্ষা করে গেছেন সুযোগের। এ ব্যাপারে তিনি বলেন, ‘অনেক খারাপ লেগেছিল। তবে খারাপ লাগার পর মেনে নিয়েছি যে এটি জীবনেরই অংশ। ঐ চোট দুর্ঘটনার মত ছিল। সব সময় এটি বিশ্বাস করি যে পরিস্থিতি যেমনই আসুক, ভালো কিংবা খারাপ, যদি কষ্ট করি এবং নিজের কাছে সৎ থাকি তাহলে আল্লাহ যে প্রতিভা দিয়েছে সেটি কাজে লাগাতে পারব।’