মানিকগঞ্জে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি ‘রজনীগন্ধা’ উদ্ধারে এয়ার লিফটিং ব্যাগ ব্যবহার করা হচ্ছে। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে উদ্ধার অভিযানে এ ব্যাগ ব্যবহার করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহ জাহান বলেছেন, ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার ওজন প্রায় ২৫০ টন। পানির নিচে ডুবে থাকায় পলি জমে আরও প্রায় ১৫০ টন ওজন বেড়েছে। এ ফেরি উদ্ধারের সক্ষমতা নেই উদ্ধারকারী জাহাজ রুস্তম বা হামজার। এ দুটি জাহাজের সক্ষমতা ১০০ থেকে ১২০ টন। আরেক জাহাজ প্রত্যয় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। এটির সক্ষমতা ২৫০ টন পর্যন্ত। প্রাথমিকভাবে হামজার মাধ্যমে এয়ার লিফটিং ব্যাগ ব্যবহার করে ফেরিটি ভাসানোর চেষ্টা করা হচ্ছে। ফেরিটি ভাসানো গেলে উদ্ধার করতে সুবিধা হবে। ১০টি এয়ার লিফটিং ব্যাগ ফেরিতে প্রবেশ করানো হয়েছে।