দেশের তিন জেলার ওপর দিয়ে আজ মঙ্গলবার দিবাগত রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। ওই এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বিকেলে নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আজ বিকেল ৫টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত ফরিদপুর, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে টানা দুই দিন তাপপ্রবাহের পর আজ দুপুরের দিকে ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। বিকেল সোয়া ৩টার পর বৃষ্টি নামে রাজধানীতে। বৃষ্টির পর এসব এলাকার আকাশ এখনো মেঘলা রয়েছে। কমেছে গরম।