ঢাকা , রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার কবরের পাশে দিন-রাত বসে থাকি, ছেলে ফিরে আসে না সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে : উপদেষ্টা সাখাওয়াত কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের ব্যাপারে বিশেষ সেল গঠন জর্জিনাকে ‘স্ত্রী’ সম্বোধন, তবে কি বিয়েটা সেরেই ফেলেছেন রোনালদো ৩১ ডিসেম্বর আসছে জুলাই বিপ্লবের ঘোষণা মহাখালীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের

আওয়ামী লীগ নির্বিকার নয়, নির্বিকার হচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আওয়ামী লীগ সরকার নির্বিকার বলে সমালোচনা করছেন। কিন্তু আওয়ামী লীগ নির্বিকার নয়, নির্বিকার হচ্ছে বিএনপি। বিএনপি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে তাদের অভিযোগের পুরাতন ভাঙা রেকর্ড বাঁজিয়ে যাচ্ছে।’

আজ বুধবার দুপুরে কবিরহাট উপজেলাবাসীর উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে কবিরহাট উপজেলার স্কুল কলেজের ছাত্র-শিক্ষক, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, আলেম ওলামা ও বিভিন্ন মন্দিরের সেবায়েতসহ সর্বস্তরের বিপুল সংখ্যক নারী অংশ নেয়।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন রুমির সভাপত্বিতে মানববন্ধন ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

সেতুমন্ত্রী আরো বলেন, সরকার ইতিমধ্যে বন্যাদূর্গত এলাকাগুলোতে ত্রাণ, নগদ টাকাসহ প্রয়োজনীয় সাহায্য পাঠিয়ে দিয়েছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের প্রতিটি ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিবে সরকার। বন্যা পরবর্তি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণনালয়কে নিদের্শ দেওয়া হয়েছে।

এ সময় তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বর্তমানে যেমন রয়েছে তেমনি আগামীতেও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, সাবেক মেয়র আলাবক্স টিটু, কোম্পানগীঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সদর উপজেলা চেয়ারম্যান আ্যডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভা মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ও উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা। এ ছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ও কবিরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম দুলাল জঙ্গিবাদের বিরুদ্ধে একাত্বতা ঘোষণা করে মঞ্চে বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী কবিরহাট পৌরসভা ও উপজেলাধীন, পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র, নতুন বিদ্যুৎ সংযোগ, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ ভবন ও সড়ক পাকাকরণসহ মোট ১০টি প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি ধানসিড়ি ইউনিয়নের নবনির্মিত ভবন কমপ্লেক্সে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

আওয়ামী লীগ নির্বিকার নয়, নির্বিকার হচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০১৬

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আওয়ামী লীগ সরকার নির্বিকার বলে সমালোচনা করছেন। কিন্তু আওয়ামী লীগ নির্বিকার নয়, নির্বিকার হচ্ছে বিএনপি। বিএনপি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে তাদের অভিযোগের পুরাতন ভাঙা রেকর্ড বাঁজিয়ে যাচ্ছে।’

আজ বুধবার দুপুরে কবিরহাট উপজেলাবাসীর উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে কবিরহাট উপজেলার স্কুল কলেজের ছাত্র-শিক্ষক, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, আলেম ওলামা ও বিভিন্ন মন্দিরের সেবায়েতসহ সর্বস্তরের বিপুল সংখ্যক নারী অংশ নেয়।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন রুমির সভাপত্বিতে মানববন্ধন ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

সেতুমন্ত্রী আরো বলেন, সরকার ইতিমধ্যে বন্যাদূর্গত এলাকাগুলোতে ত্রাণ, নগদ টাকাসহ প্রয়োজনীয় সাহায্য পাঠিয়ে দিয়েছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের প্রতিটি ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিবে সরকার। বন্যা পরবর্তি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণনালয়কে নিদের্শ দেওয়া হয়েছে।

এ সময় তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বর্তমানে যেমন রয়েছে তেমনি আগামীতেও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, সাবেক মেয়র আলাবক্স টিটু, কোম্পানগীঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সদর উপজেলা চেয়ারম্যান আ্যডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভা মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ও উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা। এ ছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ও কবিরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম দুলাল জঙ্গিবাদের বিরুদ্ধে একাত্বতা ঘোষণা করে মঞ্চে বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী কবিরহাট পৌরসভা ও উপজেলাধীন, পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র, নতুন বিদ্যুৎ সংযোগ, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ ভবন ও সড়ক পাকাকরণসহ মোট ১০টি প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি ধানসিড়ি ইউনিয়নের নবনির্মিত ভবন কমপ্লেক্সে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন।