পাকিস্তান সফর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন মুশফিক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রথম দুই দফায় পাকিস্তান সফরে যাননি মুশফিকুর রহীম। দেশের অন্যতম সেরা এই ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ এবং একটি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। দুই টি-টোয়েন্টি হারার পর টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছেন মুমিনুল হকরা। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং একটি ওয়ানডে খেলতে এপ্রিলে আবারো পাকিস্তান যাবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একমাত্র টেস্ট ম্যাচে অপরাজিত ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিককে এবার দলে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মুশফিককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শেষে মুশফিকের হাতে ম্যাচ সেরা পুরস্কার তুলে দিয়ে পাপন  বলেছিলেন, ‘আমরা আশা করছি ও (মুশফিক) যাবে। শুধু সে না প্রতিটি চুক্তিবদ্ধ খেলোয়াড়ের যাওয়া উচিত।

এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। দেশের কথাও চিন্তা করতে হবে। সবসময় নিজের কথা চিন্তা করলে হবে না। আমি ব্যক্তিগভাবে মনে করি প্রত্যেকের কাছেই নিজের কথা পরিবারের কথা গুরুত্বপূর্ণ কিন্তু দেশটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ যদিও এতে মতামতের পরিবর্তন হয়নি মুশফিকের। নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় তিনি। একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে মুশফিক বলেন, ‘পাকিস্তানে যাওয়া বা না যাওয়া নিয়ে আমি যেটা বলেছি পরিষ্কারভাবেই বলেছি। আর তারাও কিন্তু এটা মেনে নিয়েছে। (পাকিস্তান সুপার লীগ ২০২০) পিএসএলেরও একটা অফার ছিলো। পাকিস্তানের বর্তমান অবস্থা জেনে আমি সেখানে নাম দেইনি।’ পাকিস্তানে যারা যাবেন তাদের প্রতিও শুভকামনা জানান মুশফিক, ‘বিষয়গুলো পরিষ্কার এবং আমার মনে হয় যে ভবিষ্যতেও এটার কোনো পরিবর্তন হবে না। যারা দলের সঙ্গে পাকিস্তানে যাবে তাদেরকে আমি শুভকামনা জানাই।’

এই ক্যাটাগরীর আরো খবর