বাবর একজন অযোগ্য ওপেনার

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টি-টোয়েন্টিতে একজন অযোগ্য ওপেন। তিনি অপেনিংয়ে যোগ্য নন। তাকে চ্যালেঞ্জ করে হুমকিও দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসেত আলি।

বাবর আজমকে নিয়ে ক্ষিপ্ত বসিত আলি। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মনে করেন বাবর টি-টোয়েন্টিতে ওপেন করার যোগ্য নন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনো দল বেছে নেয়নি পাকিস্তান। কিন্তু অধিনায়ক বাবর দলে থাকবেন এ বিষয়টি নিশ্চিত করে বলাই যায়। টি-টোয়েন্টিতে তিনি সাধারণত ওপেন করেন।

বাসিত মনে করেন, বাবর বড় দলের বিরুদ্ধে টানা তিনটি ছক্কা মারতে পারেন না। আয়ারল্যান্ড বা আমেরিকা নয়, বাবর যদি বড় কোনো দলের বিরুদ্ধে পর পর তিনটি ছক্কা মারতে পারেন, তাহলে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব। বাবর আমার এই চ্যালেঞ্জের মোকাবিলা করে দেখাক। ও যদি বিশ্বকাপে এই কাজ করে দেখাতে না পারে, তাহলে ওর ওপেন করা উচিত নয়।

এর আগেও বাসিত আলি পাক অধিনায়কের সমালোচনা করেছেন। বাবর উত্তর দেবেন বলে মনে করছেন না অনেকেই। পাকিস্তান দল এখন আয়ারল্যান্ডে। সে দেশের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি খেলবেন বাবরেরা। এর পর ইংল্যান্ডের বিপক্ষেও খেলবেন তারা। তার পর বিশ্বকাপের দল ঘোষণা করবে পাকিস্তান।

 

এই ক্যাটাগরীর আরো খবর