ঢাকা , শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিজিতা

কচি রেজা:

 

বিজিতা, বিজিতা বলে ডাকতে ইচ্ছে করে আজ

বিজিতা শৈশবের নাম

 

বিজিতা , বিজিতা , স্কুলে যাও , মাখন দিয়ে গরম ভাত খাও

টিচার এসেছে বিজিতা , খেলতে যেওনা

বিজিতা , বড়োদের কথা শোনো

বিজিতা, তুমি হবে ইন্দিরা গান্ধী

বিজিতা , জীবন একটা দাগ

 

তারপর ?

বিজিতা , রোজ মুখে তিনবার সাবান দেবে

বিজিতা , বিণীত হও , জোরে হেসো না

হারমোনিয়াম নিয়ে বসো

পুরুষ শিক্ষকের সঙ্গে একা ঘরে পড়বে না

ছেলে বন্ধুরা চিঠি দিলে মাকে দিও

 

বিজিতা, বিজিতা, ওড়না ঠিক ঠাক তো !

বিজিতা, কাজিন কী বুকে হাত দেয় ?

লুকিও না ,

কিছুই লুকোই না, মা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বিজিতা

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০১৬

কচি রেজা:

 

বিজিতা, বিজিতা বলে ডাকতে ইচ্ছে করে আজ

বিজিতা শৈশবের নাম

 

বিজিতা , বিজিতা , স্কুলে যাও , মাখন দিয়ে গরম ভাত খাও

টিচার এসেছে বিজিতা , খেলতে যেওনা

বিজিতা , বড়োদের কথা শোনো

বিজিতা, তুমি হবে ইন্দিরা গান্ধী

বিজিতা , জীবন একটা দাগ

 

তারপর ?

বিজিতা , রোজ মুখে তিনবার সাবান দেবে

বিজিতা , বিণীত হও , জোরে হেসো না

হারমোনিয়াম নিয়ে বসো

পুরুষ শিক্ষকের সঙ্গে একা ঘরে পড়বে না

ছেলে বন্ধুরা চিঠি দিলে মাকে দিও

 

বিজিতা, বিজিতা, ওড়না ঠিক ঠাক তো !

বিজিতা, কাজিন কী বুকে হাত দেয় ?

লুকিও না ,

কিছুই লুকোই না, মা।