সুনির্দিষ্ট তথ্য ছাড়া গাড়ি তল্লাশি নয়: ডিএমপি কমিশনার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে সুনির্দিষ্ট তথ্য ছাড়া গাড়ি তল্লাশি বা কাগজ পরীক্ষা না করার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার (১৭ জুন) দুপুরে সায়দাবাদ বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেন তিনি। এসময় ডিএমপি কমিশনার জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশনে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এছাড়া মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তুললে গাড়ি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর