ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপের গোল্ডেন সু সুয়ারেজের

দুর্দান্ত একটি মৌসুম কাটানো লুইস সুয়ারেজ পিচিচি ট্রফি জয়ের পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন সু জিতে নিয়েছেন। প্রথমবারের মতো লা লিগার সেরা গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি ও দ্বিতীয়বারের মতো ইউরোপের লিগগুলোয় সেরা গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন সু জিতলেন সুয়ারেজ।

২০১৩-১৪ মৌসুমে লিভারপুলের হয়ে ৩১ গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে প্রথম গোল্ডেন সু জিতেছিলেন সুয়ারেজ। বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সুয়ারেজ ৪০ গোলে করে সেরা গোলদাতার এই দুই পুরস্কার নিশ্চিত করেন।

বার্সেলোনার জার্সিতে দ্বিতীয় মৌসুমেই অসাধারণ এই কীর্তি গড়া সুয়ারেজ পুরো মৌসুম জুড়েই প্রয়োজনীয় মুহূর্তে অবদান রাখেন। গত এপ্রিলে টানা তিন ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়া দলকে পথ দেখাতে সবচেয়ে বড় অবদান তার। শেষ পাঁচ ম্যাচে দলের ২৪ গোলের মধ্যে একাই ১৪টি করেন তিনি।

দুর্দান্ত এই পথচলায় মোট ছয়টি হ্যাটট্রিক করেন সুয়ারেজ। এ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে অন্য কেউ তিনটির বেশি হ্যাটট্রিক করতে পারেননি। লিওনেল মেসি ও রোনালদোর পর প্রথম খেলোয়াড় হিসেবে একই সঙ্গে পিচিচি ট্রফি ও ইউরোপীয়ান সু জয়ের অনন্য কীর্তি গড়লেন সুয়ারেজ। স্পেনের শীর্ষ লিগের সেরা গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো (৩৫) ও তৃতীয় স্থানে সুয়ারেজের সতীর্থ মেসি (২৬) আছেন।

গোল্ডেন সু জয়ের দৌড়ে ৩৬ গোল করে দ্বিতীয় স্থানে আছেন নাপোলির স্ট্রাইকার গনজালো হিগুয়েইন। তারপরেই আছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। গোল.কম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ইউরোপের গোল্ডেন সু সুয়ারেজের

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০১৬

দুর্দান্ত একটি মৌসুম কাটানো লুইস সুয়ারেজ পিচিচি ট্রফি জয়ের পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন সু জিতে নিয়েছেন। প্রথমবারের মতো লা লিগার সেরা গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি ও দ্বিতীয়বারের মতো ইউরোপের লিগগুলোয় সেরা গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন সু জিতলেন সুয়ারেজ।

২০১৩-১৪ মৌসুমে লিভারপুলের হয়ে ৩১ গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে প্রথম গোল্ডেন সু জিতেছিলেন সুয়ারেজ। বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সুয়ারেজ ৪০ গোলে করে সেরা গোলদাতার এই দুই পুরস্কার নিশ্চিত করেন।

বার্সেলোনার জার্সিতে দ্বিতীয় মৌসুমেই অসাধারণ এই কীর্তি গড়া সুয়ারেজ পুরো মৌসুম জুড়েই প্রয়োজনীয় মুহূর্তে অবদান রাখেন। গত এপ্রিলে টানা তিন ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়া দলকে পথ দেখাতে সবচেয়ে বড় অবদান তার। শেষ পাঁচ ম্যাচে দলের ২৪ গোলের মধ্যে একাই ১৪টি করেন তিনি।

দুর্দান্ত এই পথচলায় মোট ছয়টি হ্যাটট্রিক করেন সুয়ারেজ। এ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে অন্য কেউ তিনটির বেশি হ্যাটট্রিক করতে পারেননি। লিওনেল মেসি ও রোনালদোর পর প্রথম খেলোয়াড় হিসেবে একই সঙ্গে পিচিচি ট্রফি ও ইউরোপীয়ান সু জয়ের অনন্য কীর্তি গড়লেন সুয়ারেজ। স্পেনের শীর্ষ লিগের সেরা গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো (৩৫) ও তৃতীয় স্থানে সুয়ারেজের সতীর্থ মেসি (২৬) আছেন।

গোল্ডেন সু জয়ের দৌড়ে ৩৬ গোল করে দ্বিতীয় স্থানে আছেন নাপোলির স্ট্রাইকার গনজালো হিগুয়েইন। তারপরেই আছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। গোল.কম।