আফগানিস্তান ছাড়লো আমেরিকা, আতশবাজির আনন্দে তালেবানরা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আফগানিস্থান ছাড়লো আমেরিকার সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি। এর মাধ্যমে ২০ বছরে ধরে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের সমাপ্তি ঘটলো।

সোমবার (৩০ আগস্ট) মার্কিন সেনাদের সর্বশেষ ফ্লাইটটি কাবুল ছাড়ে। গতকাল রাতে ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেন কেনেথ এফ ম্যাকেঞ্জি এ তথ‌্য জানান। তার এ ঘোষণার পরই কাবুলে আনন্দে মেতে ওঠে তালেবানরা।
জেন কেনেথ এফ ম্যাকেঞ্জি জানান, মার্কিন সেনা ছাড়াও সব মিলিয়ে প্রায় এক লাখ ২৩ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন তারা।

 

যুক্তরাষ্ট্রের বিমানবন্দর ও বিমান পরিবহন ব্যবস্থার সরকারি সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর পক্ষ থেকে বলা হয়েছে, কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। কাবুল বিমানবন্দর এখন এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বিহীন হয়ে পড়েছে।
কাবুল বিমানবন্দরের পুরো নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে। মার্কিন সেনাদের ফেলে যাওয়া হেলিকপ্টার ও অন্যান্য সামরিক সরঞ্জাম তালেবানরা পরিদর্শন করে। যুদ্ধ জয়ের আনন্দে তাদের উল্লাস করতে দেখা যায়।

এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ হামলার জেরে সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে সামরিক অভিযানে যায় যুক্তরাষ্ট্র। নাইন ইলেভেনের ঘটনার ২০ বছর পূর্তির আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করলেন মার্কিন প্রেসিডেন্ট।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর