আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিল সিটি অব অটোয়া

বাঙালী কণ্ঠ নিউজঃ ভ্যাংকুভার, আলবাট্রার পর এবার সিটি অব অটোয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে অনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো গত ১৫ নভেম্বর। যা কার্যকরী হবে আগামী বছর ২১ ফেব্রুয়ারি থেকে।

অটোয়ার সিটি মেয়র জিম ওয়াটসন এক আনন্দ ঘন অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেন। এই সময় বাংলাদেশ হাই-কমিশনার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অটোয়াস্থ স্বেচ্ছাসেবী সংগঠন বাংলা কারাভান দীর্ঘদিন ধরে এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন বলে জানালেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা ফারুক হোসেন।

তিনি বলেন, আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন সার্থক হলো। পর্যায়ক্রমে আমরা শহরে শহীদ মিনার স্থাপন থেকে শুরু করে মাতৃভাষা সংরক্ষণের লক্ষে গ্রন্থাগারে IMLD কর্নার প্রতিষ্ঠা করবো।

এবছর থেকে অন্টারিও প্রভিন্সিয়াল সরকার ২৬ মার্চকে ‘বাংলাদেশ হ্যারিটেজ মান্থস’ ঘোষণা করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর