হাওরে ত্রাণের চাল বিতরণে অনিয়ম বা দুর্নীতি করলে তা মেনে নেওয়া হবে না এ কথা বলেন কিশোরগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
সোমবার (১৫ মে) বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
এমপি তৌফিক আরও বলেন, আমি নিজে কখনো দুর্নীতি করি না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেই না। তাই যদি কেউ চাল বিতরণে দুর্নীতি করে তাদের জায়গা হবে শ্রীঘরে।
রেজওয়ান আহাম্মদ বলেন, আমি সার্বক্ষণিক আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। যারা এখনো ভিজিএফ কার্ড পায়নি তারা কিছুদিনের মধ্যে কার্ড পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খলিলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মানিক মাস্টার, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক, (ওসি-তদন্ত) মো. মিজানুর রহমানসহ প্রমুখ।