ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নবনির্বাচিত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৌসুমী

অভিনয়গুণে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি পেয়েছেন জনপ্রিয়তা। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান মৌসুমী। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এরপর থেকে এখনো সমানতালে কাজ করে চলছেন এই নায়িকা।

এবার নতুন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নন্দিত চিত্রনায়িকা মৌসুমী।

তিনি বলেন, ‘এই নবনির্বাচিত কমিটির সামনে দিয়েই


সিনিয়র ও জুনিয়র বিভিন্ন শিল্পীকে নিয়ে পরিচালকরা উল্টা-পাল্টা কথা বললেন। কিন্তু এ নিয়ে কিছু বলার ব্যাপারে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কোনো ভূমিকা দেখতে পাইনি আমি।’

সম্প্রতি নায়করাজ রাজ্জাক, আলমগীর,শাকিব খান, বাপ্পারাজ ইস্যুতে শিল্পী সমিতির ভূমিকা থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন মৌসুমী। মৌসুমী বলেন, ‘বিশেষ করে রাজ্জাক ভাই, আলমগীর ভাই, শাকিব খান, বাপ্পারাজসহ বেশ কয়েকজনকে নিয়ে কথা বলার পর শিল্পী সমিতির ভূমিকা থাকা উচিত ছিল। কাল তো আমাকে নিয়েও কথা বলতে পারে।’

গত ৫ মে নির্বাচনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক হন জায়েদ খান। নির্বাচনের ফলাফল এবং পুরনো কমিটির অনুপস্থিতিতেই দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি।

অনুষ্ঠানের প্রথমে প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর শপথ বাক্য পাঠ করারন নতুন নির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে। এরপর মিশা সওদাগর শপথ করান উপস্থিত অন্য ১০ সদস্যকে।

 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নবনির্বাচিত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৌসুমী

আপডেট টাইম : ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭

অভিনয়গুণে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি পেয়েছেন জনপ্রিয়তা। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান মৌসুমী। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এরপর থেকে এখনো সমানতালে কাজ করে চলছেন এই নায়িকা।

এবার নতুন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নন্দিত চিত্রনায়িকা মৌসুমী।

তিনি বলেন, ‘এই নবনির্বাচিত কমিটির সামনে দিয়েই


সিনিয়র ও জুনিয়র বিভিন্ন শিল্পীকে নিয়ে পরিচালকরা উল্টা-পাল্টা কথা বললেন। কিন্তু এ নিয়ে কিছু বলার ব্যাপারে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কোনো ভূমিকা দেখতে পাইনি আমি।’

সম্প্রতি নায়করাজ রাজ্জাক, আলমগীর,শাকিব খান, বাপ্পারাজ ইস্যুতে শিল্পী সমিতির ভূমিকা থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন মৌসুমী। মৌসুমী বলেন, ‘বিশেষ করে রাজ্জাক ভাই, আলমগীর ভাই, শাকিব খান, বাপ্পারাজসহ বেশ কয়েকজনকে নিয়ে কথা বলার পর শিল্পী সমিতির ভূমিকা থাকা উচিত ছিল। কাল তো আমাকে নিয়েও কথা বলতে পারে।’

গত ৫ মে নির্বাচনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক হন জায়েদ খান। নির্বাচনের ফলাফল এবং পুরনো কমিটির অনুপস্থিতিতেই দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি।

অনুষ্ঠানের প্রথমে প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর শপথ বাক্য পাঠ করারন নতুন নির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে। এরপর মিশা সওদাগর শপথ করান উপস্থিত অন্য ১০ সদস্যকে।