ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নবম গ্রেডের উপরে সবাই পাবেন অফিসিয়াল পাসপোর্ট

সরকারি কাজে বিদেশ ভ্রমণ ছাড়া কোনো কর্মচারী অফিসিয়াল পাসপোর্ট পাবেন না। এ ছাড়া এখন থেকে স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, বিশেষ আইন, অধ্যাদেশ বা আদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন কমিশন ও অথরিটির কর্মকর্তারা অফিসিয়াল পাসপোর্ট পাবেন। অনাপত্তি সনদে (এনওসি) নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তা ছাড়া কেউ অফিসিয়াল পাসপোর্ট গ্রহণের সুবিধা পাবেন না। এজন্য গেল বছরের ২৪শে মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রের ‘ক’ অনুচ্ছেদ সংশোধনী আনা হয়েছে। গেল সপ্তাহে সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন শাখা-১ থেকে এ সংক্রান্ত সংশোধনী আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, সরকারি আদেশ (জিও)- এর ভিত্তিতে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও অধস্তন অফিসে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কাজে বিদেশ ভ্রমণ করলে অফিসিয়াল পাসপোর্ট পাবেন। এ ছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা রাষ্ট্রায়াত্ত কর্পোরেশনে কর্মরত জাতীয় বেতন স্কেলের ঊর্ধ্বতন স্তর থেকে নিম্নতম নবম গ্রেড পর্যন্ত বেতনভুক্ত কর্মকর্তাদের মধ্যে যারা জিও নিয়ে সরকারি কাজে বিদেশ যাবেন তারাও একই সুবিধা পাবেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে নিম্নতম নবম গ্রেড পর্যন্ত বেতনভুক্ত কর্মকর্তারা জিও’র ভিত্তিতে সরকারি কাজে বিদেশ গেলেও অফিসিয়াল পাসপোর্ট পাবেন। এতে বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের অনুমোদন নিয়ে ইস্যু করা জিও’র ভিত্তিতে যেসব কর্মকর্তা/কর্মচারী সরকারি কাজে বিদেশ যাবেন তারাও এখন থেকে অফিসিয়াল পাসপোর্ট পাবেন। এদিকে বিশেষ আইন, অধ্যাদেশ বা আদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন কমিশন বা অথরিটিতে কর্মরত জাতীয় বেতন স্কেলের ঊর্ধ্বতন স্তর থেকে নিম্নতম নবম গ্রেড পর্যন্ত বেতনভুক্ত কর্মকর্তারা জিও’র ভিত্তিতে সরকারি কাজে বিদেশ গেলে বিনা ফিতে পাসপোর্ট পাবেন। এসব কর্মকর্তা বা কর্মচারীরা জিও নিয়ে চিকিৎসা, পবিত্র হজ পালন বা তীর্থস্থান ভ্রমণে গেলে ফি নিয়ে অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করা হবে। অন্যদের সরকারি কাজে বিদেশ গমনের ক্ষেত্রে জিও’র ভিত্তিতে বিনা ফি-তে এবং সকলের ক্ষেত্রে ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ইস্যুকৃত সরকারি আদেশ বা কর্তৃপক্ষের অনাপত্তি সনদের (এনওসি) এর ভিত্তিতে ফি নিয়ে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। এর আগে গেল বছর জারি করা অফিসিয়াল পাসপোর্ট সংক্রান্ত পরিপত্রে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকায় যেসব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, অধস্তন অফিস এবং স্বায়ত্তশাসিত সংস্থার ও করপোরেশনের নাম ও যোগাযোগের ঠিকানা উল্লেখ রয়েছে সেসব দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সরকারি আদেশের (জিও) ভিত্তিতে সরকারি কাজে বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট প্রদান করা হবে। তবে চিকিৎসা, পবিত্র হজ পালন ও তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে সরকারি আদেশের ভিত্তিতে ফি গ্রহণ সাপেক্ষে অফিসিয়াল পাসপোর্ট প্রদান করা হবে। অন্যান্য ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত অনাপত্তি সনদের (এনওসি) ভিত্তিতে ফি প্রদান সাপেক্ষে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। পরিপত্রে বলা হয়, প্রকল্পে অস্থায়ীভাবে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের যারা উন্নয়ন খাত থেকে বেতন-ভাতা উত্তোলন করেন তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনাপত্তি সনদ নিয়ে ফি দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে হবে। তবে সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি আদেশের ভিত্তিতে বিনা ফিতে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। এতে বলা হয়, সাধারণভাবে অফিসিয়াল পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর হবে। তবে নির্ধারিত পাঁচ বছরের আগে যদি আবেদনকারী সরকারি কর্মকর্তা বা কর্মচারী অবসরে যান বা অন্য কোনো কারণে চাকরিরত না থাকেন সে ক্ষেত্রে অবসর গ্রহণের তারিখ বা চাকরি হতে প্রস্থানের তারিখ বা পাসপোর্ট ইস্যুর তারিখের পরবর্তী ছয় মাসের মধ্যে যে তারিখ পরবর্তীতে ঘটবে, সে তারিখ পর্যন্ত সরকারি পাসপোর্টের মেয়াদ থাকবে। অবসর পরবর্তী ছুটির (পিআরএল) পূর্ণ মেয়াদে অর্থাৎ শুরু থেকে এক বছর পর্যন্ত অফিসিয়াল পাসপোর্ট প্রদান করা যাবে তবে কর্মকর্তা স্বেচ্ছায় উক্ত সময়ের মধ্যে তার অফিসিয়াল পাসপোর্ট পরিবর্তন করে সাধারণ পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এ ছাড়া সরকারি সফরে বেসরকারি ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত থাকলে সরকারি আদেশের ভিত্তিতে তাদের সাধারণ ফিতে জরুরি ভিত্তিতে সাধারণ পাসপোর্ট দেয়া যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, অফিসিয়াল পাসপোর্ট নিয়ে আগের পরিপত্রে কিছু অসঙ্গতি ছিল। ওই সব অসঙ্গতি দূর করতে নতুন পরিপত্র জারি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নবম গ্রেডের উপরে সবাই পাবেন অফিসিয়াল পাসপোর্ট

আপডেট টাইম : ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭

সরকারি কাজে বিদেশ ভ্রমণ ছাড়া কোনো কর্মচারী অফিসিয়াল পাসপোর্ট পাবেন না। এ ছাড়া এখন থেকে স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, বিশেষ আইন, অধ্যাদেশ বা আদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন কমিশন ও অথরিটির কর্মকর্তারা অফিসিয়াল পাসপোর্ট পাবেন। অনাপত্তি সনদে (এনওসি) নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তা ছাড়া কেউ অফিসিয়াল পাসপোর্ট গ্রহণের সুবিধা পাবেন না। এজন্য গেল বছরের ২৪শে মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রের ‘ক’ অনুচ্ছেদ সংশোধনী আনা হয়েছে। গেল সপ্তাহে সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন শাখা-১ থেকে এ সংক্রান্ত সংশোধনী আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, সরকারি আদেশ (জিও)- এর ভিত্তিতে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও অধস্তন অফিসে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কাজে বিদেশ ভ্রমণ করলে অফিসিয়াল পাসপোর্ট পাবেন। এ ছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা রাষ্ট্রায়াত্ত কর্পোরেশনে কর্মরত জাতীয় বেতন স্কেলের ঊর্ধ্বতন স্তর থেকে নিম্নতম নবম গ্রেড পর্যন্ত বেতনভুক্ত কর্মকর্তাদের মধ্যে যারা জিও নিয়ে সরকারি কাজে বিদেশ যাবেন তারাও একই সুবিধা পাবেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে নিম্নতম নবম গ্রেড পর্যন্ত বেতনভুক্ত কর্মকর্তারা জিও’র ভিত্তিতে সরকারি কাজে বিদেশ গেলেও অফিসিয়াল পাসপোর্ট পাবেন। এতে বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের অনুমোদন নিয়ে ইস্যু করা জিও’র ভিত্তিতে যেসব কর্মকর্তা/কর্মচারী সরকারি কাজে বিদেশ যাবেন তারাও এখন থেকে অফিসিয়াল পাসপোর্ট পাবেন। এদিকে বিশেষ আইন, অধ্যাদেশ বা আদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন কমিশন বা অথরিটিতে কর্মরত জাতীয় বেতন স্কেলের ঊর্ধ্বতন স্তর থেকে নিম্নতম নবম গ্রেড পর্যন্ত বেতনভুক্ত কর্মকর্তারা জিও’র ভিত্তিতে সরকারি কাজে বিদেশ গেলে বিনা ফিতে পাসপোর্ট পাবেন। এসব কর্মকর্তা বা কর্মচারীরা জিও নিয়ে চিকিৎসা, পবিত্র হজ পালন বা তীর্থস্থান ভ্রমণে গেলে ফি নিয়ে অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করা হবে। অন্যদের সরকারি কাজে বিদেশ গমনের ক্ষেত্রে জিও’র ভিত্তিতে বিনা ফি-তে এবং সকলের ক্ষেত্রে ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ইস্যুকৃত সরকারি আদেশ বা কর্তৃপক্ষের অনাপত্তি সনদের (এনওসি) এর ভিত্তিতে ফি নিয়ে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। এর আগে গেল বছর জারি করা অফিসিয়াল পাসপোর্ট সংক্রান্ত পরিপত্রে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকায় যেসব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, অধস্তন অফিস এবং স্বায়ত্তশাসিত সংস্থার ও করপোরেশনের নাম ও যোগাযোগের ঠিকানা উল্লেখ রয়েছে সেসব দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সরকারি আদেশের (জিও) ভিত্তিতে সরকারি কাজে বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট প্রদান করা হবে। তবে চিকিৎসা, পবিত্র হজ পালন ও তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে সরকারি আদেশের ভিত্তিতে ফি গ্রহণ সাপেক্ষে অফিসিয়াল পাসপোর্ট প্রদান করা হবে। অন্যান্য ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত অনাপত্তি সনদের (এনওসি) ভিত্তিতে ফি প্রদান সাপেক্ষে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। পরিপত্রে বলা হয়, প্রকল্পে অস্থায়ীভাবে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের যারা উন্নয়ন খাত থেকে বেতন-ভাতা উত্তোলন করেন তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনাপত্তি সনদ নিয়ে ফি দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে হবে। তবে সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি আদেশের ভিত্তিতে বিনা ফিতে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। এতে বলা হয়, সাধারণভাবে অফিসিয়াল পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর হবে। তবে নির্ধারিত পাঁচ বছরের আগে যদি আবেদনকারী সরকারি কর্মকর্তা বা কর্মচারী অবসরে যান বা অন্য কোনো কারণে চাকরিরত না থাকেন সে ক্ষেত্রে অবসর গ্রহণের তারিখ বা চাকরি হতে প্রস্থানের তারিখ বা পাসপোর্ট ইস্যুর তারিখের পরবর্তী ছয় মাসের মধ্যে যে তারিখ পরবর্তীতে ঘটবে, সে তারিখ পর্যন্ত সরকারি পাসপোর্টের মেয়াদ থাকবে। অবসর পরবর্তী ছুটির (পিআরএল) পূর্ণ মেয়াদে অর্থাৎ শুরু থেকে এক বছর পর্যন্ত অফিসিয়াল পাসপোর্ট প্রদান করা যাবে তবে কর্মকর্তা স্বেচ্ছায় উক্ত সময়ের মধ্যে তার অফিসিয়াল পাসপোর্ট পরিবর্তন করে সাধারণ পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এ ছাড়া সরকারি সফরে বেসরকারি ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত থাকলে সরকারি আদেশের ভিত্তিতে তাদের সাধারণ ফিতে জরুরি ভিত্তিতে সাধারণ পাসপোর্ট দেয়া যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, অফিসিয়াল পাসপোর্ট নিয়ে আগের পরিপত্রে কিছু অসঙ্গতি ছিল। ওই সব অসঙ্গতি দূর করতে নতুন পরিপত্র জারি করা হয়েছে।