বাঙালী কণ্ঠ ডেস্কঃ বরো মার্কেট হামলার পর ভালবাসার নিদর্শন হিসেবে লন্ডন ব্রিজে জনসাধারণের মাঝে ৩ হাজার গোলাপ বিতরণ করেছেন মুসলিমরা। এ কাজে নিয়োজিত ছিলেন বৃটিশ মুসলিমদের একটি দল। এর মাধ্যমে ওই হামলার বিরুদ্ধে তারা সংহতি প্রকাশ করেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য সান। এর আয়োজক জাকিয়া বাসুউ বলেছেন, গত সপ্তাহেরও ওই হামলার পর যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের প্রতি ভালবাসার প্রকাশ ঘটানোর জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। এর উদ্দেশ্য হলো লন্ডন ব্রিজ, অন্য কোনো ব্রিজ আমরা সন্ত্রাসীদের হামলায় যেতে দিতে পারি না। লন্ডনের অধিবাসী এলিদা এরকোলানো তাদের হাত থেকে গোলাপ নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমি মনে করি এ উদ্যোগ ভালবাসাময়। লন্ডন আসলে যেমন শহর তারই প্রকাশ এটা। যা ঘটেছে তার প্রেক্ষিতে এভাবেই স্মরণ করা উচিত। এটা একটি মহতী প্রতীক হয়ে থাকবে। আমরা সবাই মিলে এক সঙ্গে থাকতে চাই। ডরসেটের গিলিংহ্যামের জুন কলিস বলেন, মুসলিমদের এই গ্রুপটি এভাবে বের হয়ে এসেছেন এবং এভাবে তাদের ভালবাসা ভাগাভাগি করে নিচ্ছেনÑ এটা দেখতেও খুব চমৎকার ও ভালবাসাময় লাগছে। তারা সন্ত্রাসের বিরুদ্ধে ভালবাসার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতো মুসলিমদের উচিত মুখ খোলা ও উগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নেয়া। আসুন আমরা যেন আর কোনো ভয়াবহ হত্যাযজ্ঞ না দেখি এমন আশা করি। ডারহাম থেকে লন্ডন সফরে এসেছিলেন ডেভিড হ্যাকেট। মুসলিমদের এমন উদ্যোগ তার হৃদয় ছুঁয়ে গেছে। মানুষ এভাবে একে অন্যকে ভালবাসা প্রদর্শন করছে এটা এক চমৎকার বিষয়Ñ বললেন তিনি। এর মাধ্যমে শক্তিশালী একটি বার্তা দেয়া হচ্ছে বলে মনে করেন ডেভিড। যুক্তরাষ্ট্রের ম্যাচাচুসেটস থেকে লন্ডনে এসেছেন ন্যান্সি ক্যানাটা (৬১)। তিনি বলেন, এমন দৃশ্য দেখে খুবই ভাল লাগছে। এটা আরো ভাল লাগছে এ জন্য যে, ফুলগুলো দিয়ে ভালবাসা জানাচ্ছেন মুসলিমরা। সব ধর্মেই ভাল-খারাপ মানুষ থাকে। আমি মনে করি মানুষ সেটা বুঝতে পারবে। স্বামী গায়েটানো (৬৩) কে নিয়ে লম্বা ছুটি কাটাতে বৃটেনে এসেছেন ন্যান্সি।
সংবাদ শিরোনাম :
১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু
উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেলে যা করবেন সাদিয়া আয়মান
হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, এখনও মেলেনি ভারতের উত্তর
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
তুরস্কে অস্ত্রাগারে বিস্ফোরণ, নিহত ১২
এবার কি স্ত্রীকেও ‘হারাচ্ছেন’ বাশার আল-আসাদ
রুনা লায়লাজি আমাকে বাংলা শিখিয়েছেন
গর্তে ঢুকিয়ে তরুণীকে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে আটক
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ২ শিশুর মৃত্যু
মুসলিমদের অন্যরকম ভালবাসা
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭
- 399
Tag :
জনপ্রিয় সংবাদ