ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা ৪২২ উপজেলায় মিলবে ওএমএসের চাল

আজানের সুরে অনুপ্রা’ণিত হয়ে মা’র্কিন সংগীতশিল্পীর ইসলাম গ্রহণ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ জেনিফার গ্রাউত একজন মা’র্কিন সংগীতশিল্পী। তিনি ২০১৩ সালে ইসলাম ধ’র্ম গ্রহণ করেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেন ২০১৫ সালে, ইউটিউবে কোরআন তিলাওয়াতের একটি ভিডিও প্রকাশের মাধ্যমে।

ডিসেম্বর ২০১৯ সালে নওমু’সলিম তরুণ এই সংগীতশিল্পী আলজাজিরা আরবির স’ঙ্গে তাঁর ইসলাম গ্রহণ, পারিবারিক জীবন ও নানা বি’ষয় নিয়ে কথা বলেন।

প্রশ্ন: প্রথমেই আপনার ইসলাম ধ’র্ম গ্রহণ সম্প’র্কে জানতে চাই, আপনি ২০১৩ সালে ইসলাম গ্রহণ করেছেন। কিসের প্রভাবে আপনি ইসলাম ধ’র্মের প্রতি আকৃ’ষ্ট হয়েছেন।

উত্তর : আমি দৃঢ়ভাবে বিশ্বা’স করি, ইসলাম ধ’র্ম গ্রহণের ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে মু’সলমানের জীবনপ্রণালী, যা একটি মু’সলিম দেশে সফর করার সময় দেখেছিলাম।

২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করার পর আমি মর’ক্কো সফরে যাই। গ্রীষ্মের ছুটি কা’টাতে সেখানে গিয়েছিলাম। পুরো গ্রীষ্মে মর’ক্কোয় ছিলাম। তখন যে বি’ষয়টি আমাকে প্রথম আকর্ষণ করে তা হলো আজানের ধ্বনি।

যেখানেই যেতাম পাঁচ ওয়াক্ত নামাজের আজান শুনতে পেতাম।আমি জানতে পারলাম, আজানের মাধ্যমে সবাইকে নামাজের প্রতি আহ্বান জানানো হয়। বি’ষয়টি আমাকে পুলকিত করে। সত্যি বলতে আজানের সুরই আমাকে প্রথম ইসলাম গ্রহণে অনুপ্রা’ণিত করে।

তিনি বলেন, তা ছাড়া অন্যের প্রতি মর’ক্কোর মানুষের সম্মানবোধও আমাকে স্পর্শ করে। আমি অনুভব করি, এখানকার পরিবেশ ও প্রকৃতির আলাদা বৈশি’ষ্ট্য রয়েছে। মু’সলিম’দের রীতি-নীতির সম্প’র্কে জানার প্রচণ্ড আ’গ্রহ জ’ন্মাল আমা’র ভে’তর।

ইসলাম ও মু’সলমান সম্প’র্কে পড়তে শুরু করলাম। কিছু পড়ার পর ইসলামের সৌন্দর্য আমাকে বিস্মিত করল। ধীরে ধীরে ইসলামের দিকে ঝুঁকে গেলাম এবং একপর্যায়ে ইসলাম গ্রহণ করলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

আজানের সুরে অনুপ্রা’ণিত হয়ে মা’র্কিন সংগীতশিল্পীর ইসলাম গ্রহণ

আপডেট টাইম : ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ জেনিফার গ্রাউত একজন মা’র্কিন সংগীতশিল্পী। তিনি ২০১৩ সালে ইসলাম ধ’র্ম গ্রহণ করেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেন ২০১৫ সালে, ইউটিউবে কোরআন তিলাওয়াতের একটি ভিডিও প্রকাশের মাধ্যমে।

ডিসেম্বর ২০১৯ সালে নওমু’সলিম তরুণ এই সংগীতশিল্পী আলজাজিরা আরবির স’ঙ্গে তাঁর ইসলাম গ্রহণ, পারিবারিক জীবন ও নানা বি’ষয় নিয়ে কথা বলেন।

প্রশ্ন: প্রথমেই আপনার ইসলাম ধ’র্ম গ্রহণ সম্প’র্কে জানতে চাই, আপনি ২০১৩ সালে ইসলাম গ্রহণ করেছেন। কিসের প্রভাবে আপনি ইসলাম ধ’র্মের প্রতি আকৃ’ষ্ট হয়েছেন।

উত্তর : আমি দৃঢ়ভাবে বিশ্বা’স করি, ইসলাম ধ’র্ম গ্রহণের ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে মু’সলমানের জীবনপ্রণালী, যা একটি মু’সলিম দেশে সফর করার সময় দেখেছিলাম।

২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করার পর আমি মর’ক্কো সফরে যাই। গ্রীষ্মের ছুটি কা’টাতে সেখানে গিয়েছিলাম। পুরো গ্রীষ্মে মর’ক্কোয় ছিলাম। তখন যে বি’ষয়টি আমাকে প্রথম আকর্ষণ করে তা হলো আজানের ধ্বনি।

যেখানেই যেতাম পাঁচ ওয়াক্ত নামাজের আজান শুনতে পেতাম।আমি জানতে পারলাম, আজানের মাধ্যমে সবাইকে নামাজের প্রতি আহ্বান জানানো হয়। বি’ষয়টি আমাকে পুলকিত করে। সত্যি বলতে আজানের সুরই আমাকে প্রথম ইসলাম গ্রহণে অনুপ্রা’ণিত করে।

তিনি বলেন, তা ছাড়া অন্যের প্রতি মর’ক্কোর মানুষের সম্মানবোধও আমাকে স্পর্শ করে। আমি অনুভব করি, এখানকার পরিবেশ ও প্রকৃতির আলাদা বৈশি’ষ্ট্য রয়েছে। মু’সলিম’দের রীতি-নীতির সম্প’র্কে জানার প্রচণ্ড আ’গ্রহ জ’ন্মাল আমা’র ভে’তর।

ইসলাম ও মু’সলমান সম্প’র্কে পড়তে শুরু করলাম। কিছু পড়ার পর ইসলামের সৌন্দর্য আমাকে বিস্মিত করল। ধীরে ধীরে ইসলামের দিকে ঝুঁকে গেলাম এবং একপর্যায়ে ইসলাম গ্রহণ করলাম।