ঢাকা , সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

হাওরে দুর্নীতি: ৬১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  হাওরে বাধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারসহ মোট ৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ রবিবার সুনামগঞ্জ সদর থানায় এ মামলা করেছেন।
এ খবর নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণবকুমার ভট্টাচার্য ইত্তেফাককে জানান, আসামিদের মধ্যে বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দীনসহ দুইজনকে গ্রেফতারও করা হয়েছে।
গত মার্চে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ হাওর এলাকা তলিয়ে যায়। দুর্বল ও অসমাপ্ত বাধ ভেঙে প্লাবন ও ফসলহানির পেছনে বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করা হয়।
এর আগে পাউবোর মহাপরিচালকসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পর দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের প্রকল্পগুলো বাস্তবায়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত ওই সংস্থার প্রচণ্ড গাফিলতির প্রমাণ  তারা পেয়েছেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হাওরে দুর্নীতি: ৬১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
বাঙালী কণ্ঠ ডেস্কঃ  হাওরে বাধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারসহ মোট ৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ রবিবার সুনামগঞ্জ সদর থানায় এ মামলা করেছেন।
এ খবর নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণবকুমার ভট্টাচার্য ইত্তেফাককে জানান, আসামিদের মধ্যে বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দীনসহ দুইজনকে গ্রেফতারও করা হয়েছে।
গত মার্চে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ হাওর এলাকা তলিয়ে যায়। দুর্বল ও অসমাপ্ত বাধ ভেঙে প্লাবন ও ফসলহানির পেছনে বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করা হয়।
এর আগে পাউবোর মহাপরিচালকসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পর দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের প্রকল্পগুলো বাস্তবায়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত ওই সংস্থার প্রচণ্ড গাফিলতির প্রমাণ  তারা পেয়েছেন।