বাঙালী কণ্ঠ ডেস্কঃ ১০ টাকার বিনিময়ে নিজের সদস্য পদ নবায়ন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে রাজধানীর গুলশানে দলের ‘প্রাথমিক সদস্য সংগ্রহ’ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার রাতে ‘প্রাথমিক সদস্য সংগ্রহ’ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন
করার পর বিএনপি চেয়ারপারসন ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, জমির উদ্দিন সরকার, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের সদস্য পদ নবায়ন করেন।
এসময় বিএনপি চেয়ারপারসনের সামনে উপস্থিত হয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে ছয়জন নতুন সদস্যপদ নেন। শনিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি ১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলবে।
বিএনপির এই সদস্য সংগ্রহ কর্মসূচির লক্ষ্যমাত্রা দুই মাসে ১ কোটি সদস্য সংগ্রহ করা। আগে সদস্য হওয়ার জন্য চাঁদা ছিল ৫ টাকা। বিএনপির ষষ্ঠ কাউন্সিলের তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।