বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহি পরিষদ থেকে পদত্যাগ করলেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। সোমবার (৩ জুলাই) পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে মৌসুমী বলেন, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-২০১৯ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচিত হই। ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে কারণে আমি উক্ত পদ হতে পদত্যাগ করতে আগ্রহী।
উল্লেখ্য, গত ৫ মে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিস্বন্দ্বিতা করেন ওমর সানি। তিনি জয় না পেলেও কার্যনির্বাহী সদস্যপদে বিপুল ভোটে জয়লাভ করেন মৌসুমী।